যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক চরম বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি আশ্রয়প্রার্থী অভিবাসীদের পাচারকারী অপরাধী দল এবং লেবার পার্টিকে তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করে টুইট করেন। যা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর আলোচনা।
প্রধানমন্ত্রী তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হতেই এই দাবি করেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী আইনজীবীদের দোষারোপ করে বলেন তারা হাজার হাজার পাউন্ড চার্জ করে অবৈধ অপরাধীদের পক্ষে নির্লজ্জভাবে কাজ করে। এটা বিবেকের বাইরে কাজ, নিজের দেশের জন্য ক্ষতি তা আইনজীবীদের বোঝা উচিত।
তাছাড়া ঋষি সুনাক টুইটে বিভিন্ন লিংক দিয়ে দাবি করেন, তার সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিভাবে ছোট নৌকা করে অবৈধ অভিবাসী প্রবেশ করতে না পারে। কিন্তু কিছু আইনজীবী, লেবার পার্টি ও অপরাধী গ্যাং এক হয়ে অবৈধ অভিবাসনকে আশকারা দিচ্ছে।
প্রধানমন্ত্রীর টুইটবার্তার পর কনজারভেটিভ পার্টির লোকসহ অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রাক্তন ডাউনিং স্ট্রিটের উপদেষ্টা টিম মন্টগোমেরি বলেন এই ধরনের কথা একজন প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না।
শ্যাডো অ্যাটর্নি জেনারেল এমিলি থর্নবেরি মন্তব্য করেন, “ প্রধানমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে মরিয়া প্রচেষ্টা করে যাচ্ছেন যা দেখে উনার জন্য করুণা হচ্ছে।”
তবে কেউ কেউ প্রধানমন্ত্রীর বক্তব্যেও সমর্থন প্রকাশ করে বলেন, সুনাক অন্তত শিশু যৌন অপরাধীকে সমর্থন করেন নাই সেই হিসেবে তিনি নিরাপদ ব্যক্তি।
এম.কে
০১ আগস্ট ২০২৩