10.6 C
London
November 25, 2024
TV3 BANGLA
Uncategorizedইউরোপশীর্ষ খবর

অভিবাসীদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণে পর্তুগালের ৭ পুলিশ সদস্য গ্রেপ্তার

পর্তুগালে অভিবাসীদের সঙ্গে জাতিগত বিদ্বেষের অভিযোগে দেশটির রিপাবলিকান ন্যাশনাল গার্ডের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেদেশের অদেমিরা শহরে কৃষিখাতে কর্মরত বাংলাদেশি, ভারতীয় ও এশীয়দের উপর এ নির্যাতন চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা ইনফো মাইগ্রেন্টস।

 

জানা যায়, এশীয় অভিবাসী শ্রমিকদের মারধর, হাঁটু গেড়ে বসতে বাধ্য করা এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেন পুলিশ সদস্যরা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনএন পর্তুগাল চ্যানেলে প্রচারিত এক ভিডিও প্রতিবেদনে পুলিশ সদস্যদের এমন আচরণের দৃশ্য প্রচারিত হয়৷ এই ঘটনায় অভিবাসীদের ওপর জাতিগত বিদ্বেষের অভিযোগ ওঠে৷

 

এর আগে গত বছর বিদেশিদের পরিষেবায় নিয়োজিত দপ্তরের কর্মীদের নির্যাতনে ইউক্রেনের নাগরিক ইগর হোমনিউক মারা যান৷ এই ঘটনায় বিদেশিদের সঙ্গে জাতিগত বিদ্বেষমূলক আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়৷

 

লিসবন থেকে ২০০ কিলোমিটার দূরে অদমেরির ঘটনায় ক্ষুব্ধ দেশটির ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা৷ রোববার (২০ ডিসেম্বর) তিনি বলেন, ‘‘এমন আচরণ অগ্রহণযোগ্য৷’

নিন্দা প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুসাও৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘স্বাধীনতার অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন৷ সেই সঙ্গে ‘দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের’ আহ্বানও জানান৷

 

২০ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশীদের জন্য ইউরোপের দেশ বুলগেরিয়ায় শ্রমিক ভিসা, বেতন ৬০০ ইউরো

সমন্বয়কদের ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে না দিলে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বোঃ বিক্ষুব্ধ নাগরিক সমাজ

ফারদার সাবমিশন (Further Submission) কি? কেন করবেন? কখন করবেন? কিভাবে করবেন?