TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিযোগ-অভ্যন্তরীণ সংকটে ‘ইওর পার্টি’ থেকে দ্বিতীয় এমপি ইকবাল মোহাম্মদের পদত্যাগ

বামপন্থী রাজনৈতিক দল ‘ইওর পার্টি’তে চলমান অভ্যন্তরীণ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় এমপি হিসেবে দলটি থেকে সরে দাঁড়ালেন ডিউসবুরি ও ব্যাটলি আসনের স্বতন্ত্র এমপি ইকবাল মোহাম্মদ। এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি জানান, তার এবং অন্যান্যদের বিরুদ্ধে “বহু মিথ্যা অভিযোগ ও কুৎসা” ছড়ানোর প্রেক্ষাপটে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ইকবাল মোহাম্মদ বলেন, তিনি ‘ইওর পার্টি’র জন্য শুভকামনা জানালেও গভীর ভেবে দেখার পর দল থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র পথেই এগিয়ে যাবেন। তার কথায়, “প্রমাণ ছাড়াই আমার ও অন্যদের বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগকে সত্য হিসেবে প্রচার করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। তবুও আমরা পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করেছি।”

গত শুক্রবার একই ধরনের অভিযোগে দল ছেড়েছিলেন আরেক স্বতন্ত্র এমপি আদনান হুসাইন। তিনি বলেছিলেন, দলের ভেতরে “অন্তর্দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই” চরমে পৌঁছেছে। দুই এমপির টানা পদত্যাগ ‘ইওর পার্টি’র নেতৃত্ব কাঠামো এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়ে আরও প্রশ্ন তৈরি করেছে।

ইওর পার্টি প্রতিষ্ঠার পর থেকেই দলটি বিভিন্ন মতবিরোধ ও বিভাজনের ভেতর দিয়ে যাচ্ছে। এসব দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জারা সুলতানা ও জেরেমি করবিন। লেবার পার্টির সাবেক নেতা করবিন সহ পাঁচ স্বতন্ত্র এমপি সম্প্রতি সুলতানার বিরুদ্ধে £৮৫০,০০০ দানের অর্থ হস্তান্তরে “অযথা বিলম্ব” করার অভিযোগ তুলে যৌথ বিবৃতি দেন। এর জবাবে সুলতানার ঘনিষ্ঠরা অভিযোগ করেন, ওই বিবৃতির সময়সূচি ইচ্ছাকৃত—তার BBC Question Time অনুষ্ঠানে অংশগ্রহণকে দুর্বল করার চেষ্টা।

দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, সুলতানা আইনি জটিলতার কারণে দ্রুত অর্থ ছাড়তে পারছিলেন না। নতুন সদস্যপদ পোর্টাল চালু হওয়ার সময় দলটির আনুষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় সদস্যপদ ফি ও দানের অর্থ প্রবাহিত হয়েছিল MOU Operations Ltd নামে নতুন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে, যার একমাত্র পরিচালক সুলতানা। দলের কর্মকর্তারা বলেন, সম্মেলন আয়োজনের জন্য এই অর্থ জরুরি ছিল। পরে কিছু অর্থ হস্তান্তর হয়েছে এবং ওই বিরোধ আপাতত কিছুটা থেমেছে।

তবে আগামী সপ্তাহান্তে লিভারপুলে অনুষ্ঠিত হতে যাওয়া দলের প্রথম বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। করবিন-সমর্থকরা অভিযোগ করছেন, সুলতানা সম্মেলনের আগের রাতে নিজের উদ্যোগে আলাদা প্রাক-সম্মেলন সমাবেশ ডাকলেও সেটিকে ‘ইওর পার্টি’র ইভেন্ট হিসেবে প্রচার করছেন—যা দলের ঐক্যকে আরও ক্ষতিগ্রস্ত করছে।

দলীয় ভাঙন ও নেতৃত্বের দ্বন্দ্বের মাঝেই একের পর এক এমপির দলত্যাগ ইওর পার্টিকে কঠিন সংকটে ঠেলে দিয়েছে। এখন নজর লিভারপুলের আসন্ন সম্মেলনের দিকে—যেখানে দল শেষ পর্যন্ত ঐক্য উদ্ধার করতে পারে কিনা, তা-ই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

এনএইচএসের নিবন্ধিত নার্সদের পরীক্ষায় জালিয়াতি করে পাসের খবর ফাঁস

কর্মীদের অনুপস্থিতির কারণে গ্যাটউইক এয়ারপোর্টে ফ্লাইট সংখ্যা সীমাবদ্ধ করার ঘোষণা

প্যানডেমিক যুগের সবচেয়ে কঠোর লকডাউন যুক্তরাজ্যে!

অনলাইন ডেস্ক