8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অসুস্থ হয়ে  হাসপাতালে প্রিন্স ফিলিপ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। অবস্থা গুরুতর না হলেও ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হলেও ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ উইন্ডসরেই রয়েছেন। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

 

বাকিংহ্যাম প্যালেসের সূত্র বিবিসিকে জানায়, প্রিন্স ফিলিপ গাড়িতে চড়েই হাসপাতালে গেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে সেখানে ভর্তি হয়েছেন তিনি। আগামী কয়েকদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

 

প্রিন্স ফিলিপ ও তার স্ত্রী রানি এলিজাবেথ করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউনের সময় ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদেই ছিলেন। গত মাসে ব্যক্তিগত চিকিৎসকের সাহায্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন এই দম্পতি।

 

১৮ ফেব্রুয়ারি ২০২১
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে একের পর এক কনজারভেটিভ সাংসদ লেবার পার্টির পক্ষে অবস্থান নিচ্ছেন

‘একটি কিনলে একটি ফ্রি’ প্রচারণা নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে

রানির শেষকৃত্যানুষ্ঠানের লাইভ আপডেট

অনলাইন ডেস্ক