15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অ্যাপল বনাম হোম অফিসঃ ব্যক্তিগত তথ্যের অধিকার নিয়ে বিবাদ তীব্র হচ্ছে

যুক্তরাজ্য সরকার সম্প্রতি একটি নতুন নির্দেশ জারি করেছে, যার মাধ্যমে তারা অ্যাপলের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার অধিকার দাবি করেছে। সরকার জানিয়েছে, যদি কোনও ব্যক্তি বা ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তবে যথাযথ ওয়ারেন্টের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষমতা থাকা আবশ্যক।

 

এই আদেশটি ডেটা গোপনীয়তা নিয়ে অ্যাপল এবং যুক্তরাজ্যের হোম অফিসের মধ্যে চলমান বিরোধের নতুন ধাপ। অ্যাপল আগেই জানিয়েছে, তারা বিশ্বের যে কোনো স্থানেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রাখতে আপস করবে না। কোম্পানিটি স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের ডেটা সুরক্ষা নীতি “বেশিরভাগ সরকারী চাহিদার থেকে কঠোর।”

যুক্তরাজ্য সরকারের যুক্তি হলো, বর্তমান সময়ে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার হুমকি ক্রমবর্ধমান। বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রতিরোধ ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ডিজিটাল তথ্যের প্রয়োজনীয়তা অপরিহার্য। আইন অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত ওয়ারেন্ট থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য অ্যাক্সেস করার অধিকার থাকা উচিত।

অ্যাপল, যেটি বিশ্বব্যাপী ব্যবহারকারীর ডেটা এনক্রিপশন এবং প্রাইভেসি নীতিতে অগ্রণী, সরকারী দাবির মুখে একগুঁয়ে অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, এমন কোনও প্রকার হস্তক্ষেপ যা ব্যবহারকারীর তথ্যকে ঝুঁকিতে ফেলবে, তা গ্রহণযোগ্য নয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এ বিষয়ে হোম অফিস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সরকার সম্ভবত এই বিরোধের সমাধানে আদালতের সাহায্য নিতে পারে, যেখানে তারা যুক্তি দেবে যে, জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য অ্যাক্সেসের অধিকার অপরিহার্য।

বিশ্লেষকরা মনে করেন, এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক ট্রেন্ডের অংশ যেখানে সরকার এবং প্রযুক্তি কোম্পানির মধ্যে গোপনীয়তা বনাম নিরাপত্তার দ্বন্দ্ব তীব্র হচ্ছে। বিশেষ করে আইফোন ও অন্যান্য অ্যাপল ডিভাইসের এনক্রিপশন প্রযুক্তি এমনকি সরকারের ডেটা অ্যাক্সেসের চেষ্টা নিয়েও কোম্পানির কঠোর নীতি বজায় রাখে।

এই নতুন নির্দেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের নাগরিক ও প্রযুক্তি সম্প্রদায় দুই দিকেই বিভক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিছু বিশ্লেষক মনে করছেন, এটি নিরাপত্তা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে, আবার অনেকে বলছেন, এটি ব্যক্তিগত গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের ভ্রমণ শিল্পে হতাশা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বেনিফিট জালিয়াতি বন্ধে আসছে নতুন ক্র‍্যাক ডাউন

আফগানিস্তানে তিন বৃটিশ নাগরিককে গুম করেছে তালেবান