8.9 C
London
January 14, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আইফেল টাওয়ারে দুই মাতালের ঘুম

দুই মাতাল মার্কিন পর্যটককে প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারের ওপর ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তারা সেখানে ওঠে পড়েন। সোমবার ভোরে আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশির সময় নিরাপত্তা রক্ষীদের নজরে আসেন এই দুই ব্যক্তি। পরে একটি বিশেষজ্ঞ ইউনিটসহ অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় তাদের নামানো হয়।

আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানায়, নেশা চড়ে যাওয়ায় ঐ দুই পর্যটক টাওয়ারে আটকা পড়েছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মার্কিন দুই নাগরিক রবিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রবেশের টিকিট কিনেছিলেন। টাওয়ারের দ্বিতীয় বা তৃতীয় তলায় অবস্থান করে রাতের আকাশ উপভোগ করেছেন তারা। জায়গাটি সাধারণত জনসাধারণের জন্য বন্ধ থাকে। যদিও পর্যটক দুই জন কোনো হুমকি সৃষ্টি করেনি। ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্যারিস থানায় নিয়ে যাওয়া হয়। ফৌজদারি অভিযোগ দায়ের হতে পারে তাদের বিরুদ্ধে। এমন কাণ্ডের ফলে সোমবার সকালে টাওয়ারটি জনসাধারণের জন্য খুলে দিতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

এর আগে শনিবার বোমা হামলার হুমকি জেরে আইফেল টাওয়ারের তিনটি তলা খালি করা হয়েছিল। টাওয়ারটি পরিচালনাকারী কর্তৃপক্ষ এসইটিই জানায়, সেখানকার একটি রেস্তোরাঁসহ তিনটি তলা ও সামনের চত্বর পুরোপুরি খালি করে ফেলা হয়েছিল। এরপর পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালায়।

‘লা ডেম দে ফের’ নামে পরিচিত আইফেল টাওয়ারের উচ্চতা ৩৩০ মিটার বা ১০৮৩ ফুট। এটি প্যারিসের সবচেয়ে উঁচু কাঠামো। অনন্য এ স্থাপনা দেখতে গত বছর ৬২ লাখ দর্শনার্থীর ভিড় লেগেছিল। টাওয়ারের নির্মাণকাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল, আর ১৮৮৯ সালে ৩১ মার্চ তা শেষ হয়।

এম.কে
১৮ আগস্ট ২০২৩

আরো পড়ুন

জনসংখ্যা বাড়াতে দেশবাসীকে পুতিনের পরামর্শ

প্রিন্স উইলিয়ামের সাথে সম্পর্কের তিক্ততার জন্য হ্যারি হারালেন ফ্রোগমোর কটেজ

ইউরোপে প্রতি চারজন কর্মীর একজন অভিবাসীঃ আইএলও