২০২৫ সালের এপ্রিল মাস থেকে যুক্তরাজ্য নতুন ভ্রমণ নীতি চালু করেছে। এই নীতির আওতায়, যুক্তরাজ্যের যেকোনো অংশে ভ্রমণ করতে ইচ্ছুক অনেক পর্যটকের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) বাধ্যতামূলক করা হয়েছে।
কারা ETA নিতে বাধ্য?
ETA-এর প্রয়োজন তাদের জন্য,
যারা ছয় মাস পর্যন্ত স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য যুক্তরাজ্যে আসছেন এবং
যাদের ভিসা প্রয়োজন হয় না অথবা
যাদের পূর্বে কোনো যুক্তরাজ্যের ইমিগ্রেশন স্ট্যাটাস নেই।
এছাড়া, যারা যুক্তরাজ্যের সীমান্ত পেরিয়ে ট্রানজিট করছেন, তাদেরও নিজ নিজ জাতীয়তার ভিত্তিতে ETA লাগতে পারে।
২ এপ্রিল ২০২৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা যুক্তরাজ্যে প্রবেশের আগে ETA সংগ্রহ করতে বাধ্য।
কারা এই নিয়মের বাইরে?
ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের ETA নেওয়ার প্রয়োজন নেই।
EU Settlement Scheme-এর অধীনে যারা যুক্তরাজ্যে বসবাসের বৈধ স্ট্যাটাস পেয়েছেন, তাদেরও ETA নেওয়া লাগবে না।
আইরল্যান্ডে বসবাসকারীদের জন্য বিশেষ দিকনির্দেশনাঃ
আইরল্যান্ডে বৈধভাবে বসবাসকারী নাগরিকদের ETA প্রয়োজন না হলেও, ভ্রমণের সময় বসবাসের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এই নথিগুলোর যেকোনো একটি মূল কপি গ্রহণযোগ্যঃ
আইরিশ ড্রাইভিং লাইসেন্স
আইরিশ লার্নার পারমিট
মেডিকেল কার্ড
জিপি ভিজিট কার্ড
ইউরোপীয় হেলথ ইন্স্যুরেন্স কার্ড
আইরিশ রেসিডেন্স পারমিট
পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট
ন্যাশনাল এইজ কার্ড
কূটনৈতিক পরিচয়পত্র
এই নথিগুলো হতে হবে:
মূল কপি
আইরিশ সরকার কর্তৃক ইস্যুকৃত
ভ্রমণের সময় বৈধ
১৬ বছরের কম বয়সীদের জন্য এই প্রমাণপত্র আবশ্যক নয়।
নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে নিয়মঃ
আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের সীমান্তে ইমিগ্রেশন চেক চালু নেই। পুরো কমন ট্রাভেল এরিয়া (CTA)-এর মধ্যে ভ্রমণে সাধারণত ইমিগ্রেশন নিয়ন্ত্রণ থাকে না।
তবে, যুক্তরাজ্যে প্রবেশকারী সকলকেই UK ইমিগ্রেশন নিয়ম মেনে চলতে হবে এবং প্রয়োজনে ETA নিতে হবে।
আইরল্যান্ড থেকে আসা অ-আইরিশ নাগরিকদের ক্ষেত্রেঃ
যেসব ইউরোপীয় বা আমেরিকান নাগরিক আইরল্যান্ডে বসবাস করেন, তারা যদি কমন ট্রাভেল এরিয়ার মধ্যে থেকে যুক্তরাজ্যে যান এবং বসবাসের বৈধ প্রমাণপত্র দেখাতে পারেন, তাহলে তাদের ETA লাগবে না।
কিন্তু যদি তারা কমন ট্রাভেল এরিয়ার বাইরে থেকে যুক্তরাজ্যে আসেন, তাহলে তাদের জাতীয়তার ভিত্তিতে ETA নিতে হবে।
ভ্রমণের আগে সর্বশেষ নির্দেশনা ও তথ্য জানতে GOV.UK ওয়েবসাইট পরিদর্শন করার জন্য যুক্তরাজ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ আর.এস.ভি.পি লাইভ
এম.কে
০১ মে ২০২৫