6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি

স্ক্যান্ডিনেভিয়ান দেশ আইসল্যান্ডে মাত্র ১৪ ঘণ্টায় প্রায় ৮০০ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ অবস্থায় অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী রিকজাভিকসহ আশপাশ এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপদ্বীপ রেইকজানেসে আঘাত হেনেছে অধিকাংশ ভূমিকম্প। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আইসল্যান্ডের আবহাওয়া সংস্থা (আইএমও) জানিয়েছে, সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার। এতে গ্রিন্ডাভিকের বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল দেখা দিয়েছে শহরটির প্রধান কয়েকটি সড়কে।

আইসল্যান্ডের বেসামরিক সুরক্ষা ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা দফতর নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। দপ্তরটির এক বিবৃতিতে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য ভূমিকম্প অব্যাহত থাকতে পারে এবং সামনে আরো বড় আঘাত হানতে পারে। ভূকম্পনের কারণে অগ্ন্যুৎপাতেরও আশঙ্কা রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গত অক্টোবর থেকে টানা ভূমিকম্পের কারণে ভূগর্ভস্থ লাভা ওপরে উঠে আসছে। বর্তমানে বেশকিছু এলাকায় ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে অবস্থান করছে লাভার মজুদ।

সতর্কতা হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিন্ডাভিকে বসবাসকারী কয়েক হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

আইএমওর রেকর্ড অনুযায়ী, গত অক্টোবর থেকে এ পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় মোট ২৪ হাজার ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপ মহাদেশভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডে। বরফাচ্ছাদিত দেশটিতে মোট সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ৩৩। ২০২১ সালের শুরু থেকে জুলাই ২০২৩ পর্যন্ত রেইকজানেস উপদ্বীপে তিনটি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

আইসল্যান্ডের আয়তন ১ লাখ ৩ হাজার ১২৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ২৩৮, যাদের অধিকাংশরই বসবাস রাজধানী শহর কেন্দ্রিক।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৫ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

বেতন বিরোধে যুক্তরাজ্যব্যাপী ধর্মঘট করবে নার্সরা

অনলাইন ডেস্ক

ইসরায়েল বা হামাস নয়, ফিলিস্তিনিরাই নিয়ন্ত্রণ করবে গাজা: জোসেপ বোরেল

নিউজ ডেস্ক

অভিজিৎ হত্যাকাণ্ড: ৫ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক