12.4 C
London
April 26, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিন ক্রিকেটার

আইসিসির প্রকাশিত ওয়ানডের বর্ষসেরা দলে জায়গা পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার— মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এমনকি এই তালিকায় বাংলাদেশেরই সবচেয়ে বেশি খেলোয়াড়, সর্বোচ্চ তিনজন। এদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

 

দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে দুজন করে খেলোয়াড় বর্ষসেরা এই দলে জায়গা পেয়েছেন। ভারত, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দল থেকে কারও জায়গা হয়নি গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বানানো এই দলে।

 

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ
পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফাখর জামান (পাকিস্তান), রাশি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ, উইকেটরক্ষক), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড) ও দুষ্মন্তে চামিরা (শ্রীলঙ্কা)।

 

২০ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

রাজকীয় দায়িত্বে ফিরলেন রানি

নিউজ ডেস্ক

মালদ্বীপে কন্টেইনারে আটকে বাংলাদেশির মৃত্যু

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  স্টুডেন্ট মর্গেজ

নিউজ ডেস্ক