-2 C
London
January 11, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

আকামা ছাড়াই ওমানে ব্যবসা করার সুযোগ

ওমানে রেসিডেন্সি কার্ড বা আকামা ছাড়াই কোম্পানি স্থাপনের মাধ্যমে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন বিদেশিরা। এজন্য বিনিয়োগকারীদের কোনও মূলধন দেখানোর প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর এ ঘোষণা দিয়েছে ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়। দেশীয় অর্থনীতি চাঙ্গা করা এবং আন্তর্জাতিক ব্যবসাকে আকৃষ্ট করার লক্ষ্যে দেশটির এমন উদ্যোগ।

এতে বলা হয়, বিদেশি বিনিয়োগকারীদের ন্যূনতম মূলধন দেখানোর প্রয়োজন ছাড়াই ১০০ শতাংশ মালিকানার অনুমতি দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পারমিট জারি করা হবে।

এজন্য আগ্রহী বিদেশি বিনিয়োগকারীকে বিনিয়োগ করার জন্য ওমান বিজনেস প্ল্যাটফর্মের ওয়েবসাইট www.business.gov.om-এ লগইন করে ‘অনাগরিক/অনাবাসী’ বিকল্পটি নির্বাচন বা রেজিস্ট্রেশন করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা ‘ওমান বিজনেস প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে নিজ দেশ বা দূর থেকে ওমানে কোম্পানি স্থাপন বা ব্যবসা শুরু করতে পারবেন।

দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, বিনিয়োগকারীদের আবেদনটি মন্ত্রণালয় যাচাই করবে এবং তাদের একটি পাসওয়ার্ড পাঠাবে, যা তাকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে এবং তার ব্যবসা শুরু করতে সক্ষম করবে।

এম.কে
২৩ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি

অনলাইন ডেস্ক

করোনার উৎস খুঁজতে চীনে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন, চালকদের মাঝে ক্ষোভ

অনলাইন ডেস্ক