12.4 C
London
October 30, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

আগামী বছরের হজের দুটি প্যাকেজ ঘোষণা করলেন ধর্ম উপদেষ্টা

আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে দুটি প্যাকেজ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারিভাবে প্যাকেজ দুটির ঘোষণা দেন।

ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী, এবার হজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

চলতি বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। তবে এবার বিশেষ প্যাকেজ থাকছে না।

ঘোষিত দুটি প্যাকেজের মধ্যে একটির নাম আজিজিয়া। যেটিতে খরচ কমেছে এক লাখ টাকা। অন্যটিতে খরচ কমেছে ৪০-৪৫ হাজার টাকা। বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়।

প্রসঙ্গত, আগামী বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

এম.কে
৩০ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

করোনায় বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের মৃত্যু

অনলাইন ডেস্ক

দিল্লি হয়ে ঢাকায় আসছেন লু, হবে ‘বহুমাত্রিক’ আলোচনা

বাংলাদেশের আবিষ্কৃত করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়

অনলাইন ডেস্ক