TV3 BANGLA
বাংলাদেশ

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২ জুলাই ২০২৫) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

একই মামলায় অপর অভিযুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার রায় ঘোষণার পর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ রায়ের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালত অবমাননার মতো স্পর্শকাতর মামলায় একজন সাবেক প্রধানমন্ত্রীকে দণ্ডিত করা এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রতিবেদন প্রস্তুতকালে রায়টির পূর্ণ বিবরণ ও দণ্ড কার্যকর সংক্রান্ত আনুষঙ্গিক তথ্য জানার চেষ্টা চলছে।

সূত্রঃ বাসস

এম.কে
০২ জুলাই ২০২৫

আরো পড়ুন

রোববার রাতে ৩ ঘণ্টা বিঘ্নিত হবে দেশের ইন্টারনেট সেবা

‘হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছিঃ পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের হাঁসের পালক, মটর ডাল, তুলা ও লোহার বড় বাজার বাংলাদেশ