TV3 BANGLA
বাংলাদেশ

আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্রঃ পররাষ্ট্র উপদেষ্টা

চীনের দিকে বাংলাদেশ ঝুঁকছে না। বরং বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

চীন থেকে সমরাস্ত্র কিনলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। এ বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা ব্যালেন্স সম্পর্ক বজায় রেখেছি এবং রাখছি।

উপদেষ্টার জবাবের পরিপ্রেক্ষিতে সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে নিষেধাজ্ঞার কোনো ভয় নেই? জবাবে উপদেষ্টা বলেন, আমি মনে করি না যে, আমাদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে।

বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে।

সম্প্রতি জাতিসংঘে চিঠি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যে কেউ যেকোনো কিছু নিয়ে জাতিসংঘে যেতে পারে। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে তখন ওটা আমরা দেখব।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হইঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নরের নামে ভুয়া আইডি, সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে গ্রেফতার করে পাবনায় পাঠানো হোকঃ শিল্পী আসিফ আকবর

নিউজ ডেস্ক