যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা ২৩ থেকে ২৫ জন কন্যাশিশু।
মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল।
যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে।
কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যায়।
রাইস আরও বলেন, পুরো ঘটনাটি দুই ঘণ্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, কের কাউন্টিতে বন্যায় মৃতের সংখ্যা ১৩ থেকে বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
কাউন্টি শেরিফ ল্যারি এল. লেইথা বলেন, কেন্ডাল কাউন্টিতে আরও একজনের মৃত্যু হয়েছে, তবে এটি আবহাওয়ার ঘটনার সাথে সরাসরি সম্পর্কিত কিনা তা এই মুহূর্তে স্পষ্ট নয়।
এদিকে টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজার বলেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী সাঁতারুদের সঙ্গে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৬ জুলাই ২০২৫