6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

আয়নাঘর থেকে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আযমী মুক্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আযমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী মুক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে গোলাম আযমের প্রবাসী আরেক ছেলে এ অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে আমান আযমীকে আটকের অভিযোগ করে বলা হয়, সে দিন রাত ১২টার দিকে ঢাকার বড় মগবাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবদুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয়া হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এরপর থেকে একাধিকবার দাবি করা হলেও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়।

এম.কে
০৬ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সিলেট হতে হজের সরাসরি ফ্লাইট শুরু ২৩ মে

নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি

ছাত্রলীগ নেতাকর্মীদের পাঠদান না করানোর ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষিকার