8.9 C
London
November 17, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে প্রতারণা

আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটসহ নানা ভিসায় জনবল নেয়ার খবর নিয়ে চলছে প্রতারণা। এরই মধ্যে বেশ কয়েকটি চক্র বিশাল অংকের অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দেয়ার অফার দিচ্ছে অনেককে; সঙ্গে গ্রীন কার্ডও। যদিও দেশটিতে গ্রীন কার্ড বলতে কিছু নেই।

ইউরোপের এ দ্বীপ রাষ্ট্রটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেয়া হচ্ছে। আর এ সুযোগে একটি চক্র ওয়ার্ক পারমিট ভিসা বাবদ ২৭ লাখ টাকা দাবি করে প্রতারণা শুরু করেছে।

আয়ারল্যান্ডের ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ, ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট থেকে ইস্যু করা হয় সব ধরনের ভিসা। দেশটি যে কটি ক্যাটাগরিতে জনবল নেবে, তার মধ্যে ওয়ার্ক পারমিট বাবদ সরকারি ফি মাত্র এক হাজার ইউরো; বাংলাদেশি মুদ্রায় এক লাখ টাকার কিছু বেশি। আবেদনকারীর ভিসা প্রত্যাখান হলে এ টাকার নব্বই শতাংশ অর্থ ফেরত দেয় সংশ্লিষ্ট বিভাগ।

ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একজন মুখপাত্র জানান, ‘আয়ারল্যান্ড কোন কোন ক্ষেত্রে এবং কী প্রক্রিয়ায় ওয়ার্ক পারমিট দেয়, তা আয়ারল্যান্ডের ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ, ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট থেকে যে কেউ জেনে নিতে পারেন।’

এমন প্রতারক চক্রের ফাঁদে পা না দেয়ার আহবান জানিয়ে দেশটির লিমেরিক সিটি কাউন্সিলের মেয়র বলেন, ‘আয়ারল্যান্ডে কোনো গ্রিনকার্ড সুবিধা নেই। আর ওয়ার্ক পারমিটের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়ারল্যান্ড সরকার দায়িত্ব দেয়নি।’

উল্লেখ্য যে, আইরিশ ভিসার জন্য অ্যাভাটাস ও ইপিওএস এমপ্লয়মেন্ট পারমিট অনলাইন সিস্টেমে আবেদন করাই সঠিক পদ্ধতি। এখানে ব্যক্তি নিজেই তার আবেদনটি করতে পারেন।

এম.কে
১৬ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

গাজার বাসিন্দাদের আত্মবিশ্বাস দেখে মেলবোর্নে ৩০ জন অস্ট্রেলিয়ান নারীর ইসলাম গ্রহণ

বায়ুদূষণে কমছে মানবদেহে এন্টিবায়োটিকের কার্যকারিতা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসরাইলকে ‘লাল কার্ড’