করোনাভাইরাসের ঝুঁকি হ্রাস পেয়েছে। তবে এ কথা নিশ্চিত, আবারও মহামারির কবলে পড়তে পারে বিশ্ব। এমনটাই আশঙ্কা করে বলেছেন মাইক্রোসফটের প্রধান বিল গেটস।
পোলিও নির্মূলে সহায়তা করতে পাকিস্তানে সফরে গিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
বিল গেটস বলেন, এখন থেকেই যদি চিকিৎসা প্রযুক্তিতে বেশি করে বিনিয়োগ করা হয়, তবে বিশ্ব ভবিষ্যতের সম্ভাব্য মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য অপেক্ষাকৃত প্রস্তুত থাকবে।
পাকিস্তানের সিএনবিসি এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে তিনি বলেন, চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের ৭০ ভাগ মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও বর্তমানে ৬১ দশমিক ৯ ভাগ মানুষকে অন্তত এক ডোজ টিকা দেওয়া হয়েছে।
করোনার পরে নতুন কোনো ভাইরাস আসলে যত দ্রুত সম্ভব সবাইকে টিকা দেওয়ার প্রতি জোর দেন তিনি।
এক সময় বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস বলেন, দুই বছরের পরিবর্তে পরেরবার ছয় মাসের মধ্যে সবাইকে টিকা দেওয়া নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি সহায়ক হতে পারে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের মহামারিতে ক্ষয়ক্ষতি বেশি হবে না। এটি জলবায়ু পরিবর্তনের মতো নয়। যদি আমরা বাস্তবতাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করি, তাহলে অতি দ্রুত তা নিয়ন্ত্রণে সক্ষম হবো।
২১ ফেব্রুয়ারি ২০২২
সূত্র: হিন্দুস্তান টাইমস, ডন