7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
স্পোর্টস

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে স্থান পেল বাংলাদেশ

আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজসহ তারকা ফুটবলার সবাইকে দেখা গেছে জার্সির ভিডিওতে। চমৎকার ভিডিওটিতে রাখা হয়েছে কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও উন্মাদনার চিত্র।

এছাড়াও বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবার লাল-সবুজের বাংলাদেশকে আরও একবার চমক দিয়েছে আর্জেন্টাইনরা।

শুক্রবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে দেখা যায়, নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন লিওনেল মেসি ও ডি পলরা।

মূলত, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ জার্সিটি তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশকেও রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ভিডিওর ৪৮-৪৯তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজার হাজার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালে ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে।

এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে মেসিরা।

এম.কে
১৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

কানপুরে বাংলাদেশি সমর্থককে পেটানোর অভিযোগ

মৃত্যুর আগে ম্যারাডোনাকে চিকিৎসা না দিয়ে ফেলে রাখার অভিযোগ

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হোটেল না পেয়ে হাসপাতালে বুকিং