13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

‘আল্লাহ তুই দেহিস’—চৌত্রিশ বছরের জটা চুল জোর করে কেটে দিল হিউম্যান সার্ভিস বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে চার মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক স্থানীয় সাধু বেশধারী হালিম উদ্দিন আকন্দকে টেনে হিঁচড়ে বসিয়ে জোরপূর্বক তার দীর্ঘ চুল ও দাঁড়ি কেটে দিচ্ছে। এ সময় অসহায় বৃদ্ধকে বলতে শোনা যায়—“আল্লাহ তুই দেহিস।”

হালিম উদ্দিন আকন্দ (৬৫) প্রায় ৩৪ বছর ধরে জটা বাঁধা লম্বা চুল ও দাঁড়ি রেখেছিলেন। তিনি কোদালিয়া গ্রামের বাসিন্দা এবং তাবিজ-কবজ, ভেষজ ওষুধ ও ঝাড়ফুঁকের জন্য এলাকায় পরিচিত ছিলেন। ঘটনার পর তিনি বিবিসি বাংলাকে জানান, “চৌত্রিশ বছর হইছে চুলটা, অহন আমার সমস্যা, আমি ঘরত থেকা বাইর হইতে পারিনা।” চুল-দাঁড়ি জোর করে কেটে দেওয়ার পর থেকে তিনি বাজারে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকার মোহাম্মদপুর থেকে আসা একটি সংগঠন—হিউম্যান সার্ভিস বাংলাদেশ—এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের ইউটিউব চ্যানেল হিউম্যানিটি ফার্স্ট বিডিতে নিয়মিত দেখা যায় অসুস্থ বা অপ্রকৃতিস্থ লোকজনের চুল-দাঁড়ি কেটে গোসল করানোর ভিডিও। সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি সোহরাব হোসেন আশরাফি দাবি করেন, “আমরা মানবিক কাজ করি, জোর করে কারও চুল কাটি না।” তবে ভাইরাল ভিডিওতে তাকে ও তার সহকর্মীদের জোরপূর্বক হালিম উদ্দিনের চুলদাঁড়ি কাটতে দেখা গেছে।

সোহরাব হোসেন জানান, স্থানীয় এক ব্যবসায়ীর ডাকে তারা কাশিগঞ্জে গিয়েছিলেন। ওই ব্যক্তি নাকি হালিম উদ্দিনকে আত্মীয় দাবি করে বলেছিলেন, “উনি সামনে দিয়ে গেলে খারাপ লাগে।” তবে হালিম উদ্দিনের ছেলে অভিযোগ করেন, তারা কাউকে তার বাবার চুল কাটার অনুমতি দেননি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকে এটিকে মানবিক কাজ বলে প্রশংসা করলেও, অনেকেই এটিকে ধর্মীয় সাধু-সন্ন্যাসীর ওপর অন্যায় হামলা হিসেবে নিন্দা জানান।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে বলেছে, “সংবিধানের অনুচ্ছেদ ৩১ ও ৩৫ নাগরিকের মর্যাদা ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করেছে। প্রকাশ্যে জোর করে কারও চুল কেটে দেওয়া কেবল মৌলিক অধিকার লঙ্ঘন নয়, বরং তা নিষ্ঠুর ও অবমাননাকর আচরণ।”

ঘটনাটি সামনে আসার পর প্রশ্ন উঠেছে—কেউ কি অন্যের অনুমতি ছাড়া এমন ‘মানবিক কাজ’ করার অধিকার রাখে, নাকি এটি আইনের চোখে অপরাধ?

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে
২৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক

বিএনপির নেতৃত্বে আসতে যাচ্ছেন কি জাইমা রহমান!

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে যাবে ৪ হাজার টন আম