6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

আশ্রয় প্রার্থীদের জন্য নিউ ইয়র্কের ব্যয় বেড়ে দাঁড়াতে পারে দুই বিলিয়ন ডলার

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামস জানিয়েছেন, দক্ষিণ থেকে আশা অভিবাসী ঢলের কারণে সিটির ব্যয় ধারণার চেয়েও দ্বিগুণ হবে। এজন্য তিনি রাজ্যের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন। এর আগে তার দপ্তর ১ বিলিয়ন ডলার বাজেট চেয়েছিলো।

তিনি অভিযোগ করেন, সংকট মোকাবেলায় ফেডারেল সরকার দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। তিনি বলেন, অতিরিক্ত প্রার্থীর ঢলের কারণে সিটির সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার মুখে রয়েছে। তিনি বলেন, সিটির অবকাঠামোগুলো ঝুঁকিতে রয়েছে। গত বছর থেকে সিটিতে ৪০ হাজারের বেশি অভিবাসী এসেছেন। এদের অনেকেরই চিকিৎসা, শিক্ষা ও সোশ্যাল সার্ভিস প্রয়োজন। সাম্প্রতিক সময়গুলোতে অভিবাসীদের স্রোত আরও বেড়েছে। গত সপ্তাহেই সিটি ৩০০০ অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দিয়েছে। এমনকি একদিনে রেকর্ড ৮৩৫ জন নিউ ইয়র্কে আসেন।

কলোরাডোর গভর্নর বাসে করে নিউ ইয়র্ক এবং শিকাগোতে অভিবাসী পাঠানো শুরু করায় এই সংখ্যা বাড়ছে।

 

সূত্র: পলিটিকো

আরো পড়ুন

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস

ধনীদের বুস্টার ডোজের কারণে বিশ্বজুড়ে আরও বেশি মৃত্যুর সম্ভাবনা!