যুক্তরাজ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ শুরু হতে যাচ্ছে চলতি বছরের তৃতীয় তাপপ্রবাহ। মেট অফিস জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে।
বুধবার থেকেই তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে উঠতে পারে। রাতের বেলাতেও তাপমাত্রা বেশি থাকবে বলে জানা গেছে। ফলে রাতের ঘুম অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে।
আবহাওয়াবিদ মার্কো পেতানিয়া জানান, শুক্রবার নাগাদ তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছাতে পারে এবং শনিবারও একই রকম গরম অব্যাহত থাকবে।
তাপপ্রবাহের স্থায়িত্ব নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কিছু আবহাওয়া মডেল বলছে গরম তাড়াতাড়ি কমে যাবে, আবার কিছু পূর্বাভাস বলছে গরম আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
তবে দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা আগামী সপ্তাহান্ত পর্যন্ত ৩০ ডিগ্রি ছুঁয়ে থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পরাগরেণু ও অতিবেগুনি রশ্মির (UV) মাত্রাও, যা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
তবে সুখবর হলো, যুক্তরাজ্য স্পেন ও পর্তুগালের মতো ৪০ ডিগ্রির ভয়াবহ গরম থেকে রেহাই পেয়েছে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে
০৭ জুলাই ২০২৫