6.8 C
London
December 14, 2024
TV3 BANGLA
আমেরিকা

আহত বাইডেনের সুস্থতা কামনায় ট্রাম্প

পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পা পিছলে পড়ে গিয়ে তিনি গোড়ালিতে চোট পেয়েছেন।

 

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন ও এনবিসি নিউইয়র্কের।

 

কেভিন ওকনোর বলেন, বাইডেন তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে আঘাত পেয়েছেন। এতে করে তার পায়ে চুলের মতো ফ্র্যাকচার হয়েছে। সিটি স্ক্যানের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

 

চিকিৎসক কেভিন ও’কনোর বলেছেন, আগামী কয়েক সপ্তাহের জন্য তাকে (বাইডেন) একটি ওয়াকিং বুট পরে থাকতে হবে।

 

এদিকে, বাইডেনের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

 

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাইডেন। কিন্তু এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ তুলে তিনি নিজেকে বিজয়ী বলছেন বারবার। তিনি আদালতেও লড়াই করার ঘোষণা দিয়েছেন। তারপরও আগামী ২০ জানুয়ারি তাকে হোয়াইট হাউস ছাড়তে হবে।

 

৩০ নভেম্বর ২০২০
নিউজ ডেস্ক

আরো পড়ুন

অভিবাসী সংকটে নিউইয়র্কে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক

গোপন নথি টয়লেটে ফ্লাশ করে দিতেন ট্রাম্প!

আবারো বাড়ছে করোনায় মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র