ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর৷
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর অর্থাৎ গত শুক্রবার পর্যন্ত মোট ১৬ হাজার অভিবাসনপ্রত্যাশী নৌকায় বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে৷ গত বছর, ২০২০ সালে, এ সংখ্যা ছিল আট হাজার ৪০০৷ সেই হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে৷
আফ্রিকার ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই এমন বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালায়৷ সেসময় প্রায়ই নৌকাডুবির ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়৷
গত রোববার, যুক্তরাজ্যের সীমান্তরক্ষীরা নারী ও শিশুসহ অনেক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে দেশটির ডোভার বন্দরে নিয়ে আসে৷ সেদিন সকাল আটটা ধেকে দুপুর র্পযন্ত সময়ের মধ্যে প্রায় ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে জানা গেছে৷
গত মাসে ইরিত্রিয়ার ২৭ বছরের এক অভিবাসনপ্রত্যাশী চ্যানেলে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিহত হন৷ তার আগে গত বছর চ্যানেল পাড়ি দিতে গিয়ে ইরান থেকে আসা একটি কুর্দিশ পরিবার সাথে থাকা এক শিশুসহ নৌকাডুবিতে নিহত হয়৷
এমন বিপজ্জনক পথে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা থামাতে কাজ করছে সরকার৷
দেশটির ক্ল্যান্ডেস্টাইন চ্যানেল কমান্ডার ডান ও’ম্যাহোনি জানান, বিপজ্জনক পথে সমুদ্র পাড়ি দেওয়া ঠেকাতে সরকার বদ্ধ পরিকর৷ পরিস্থিতি খুব জটিল উল্লেখ করে তিনি বলেন, ‘‘অভিবাসন বিষয়ে সরকারের নতুন আইন শুধুমাত্র দীর্ঘ মেয়াদে চলমান আইনের সমস্যাগুলো কাটাবে এবং ইংলিশ চ্যানেলে অপরাধী ও নিহতের ঘটনা ঠেকাতে সহায়ক হবে৷
সূত্র: ইনফো মাইগ্রেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১