TV3 BANGLA
আন্তর্জাতিক

ইংল্যান্ডে ধেয়ে আসছে ভয়াবহ তুষারঝড়, কোথাও ৮ ইঞ্চি পর্যন্ত বরফ জমার পূর্বাভাস

নতুন আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ইংল্যান্ডজুড়ে ভয়াবহ তুষারঝড় আঘাত হানতে পারে। WXCharts-এর প্রকাশিত সর্বশেষ তুষার মানচিত্র অনুযায়ী, ইংল্যান্ডের প্রায় অর্ধেক অঞ্চলসহ ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বেশিরভাগ এলাকায় উল্লেখযোগ্য তুষারপাতের আশঙ্কা রয়েছে।

 

ডিসেম্বর ২৪ তারিখে Met Desk-এর তথ্য ব্যবহার করে তৈরি এই মানচিত্রে দেখা গেছে, মঙ্গলবার ৬ জানুয়ারি ভোর ৬টা থেকে ইংল্যান্ডে তুষারপাত শুরু হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই তুষারঝড় ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে এবং অন্তত বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাত পর্যন্ত তীব্রতা বজায় থাকতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ড, নর্থ ইস্ট ইংল্যান্ড, ইয়র্কশায়ার অ্যান্ড দ্য হাম্বার, ওয়েস্ট মিডল্যান্ডস ও ইস্ট মিডল্যান্ডস অঞ্চলে। তবে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তুলনামূলকভাবে হালকা তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

WXCharts-এর তথ্য অনুযায়ী, ম্যানচেস্টারের পশ্চিমাঞ্চলে বুধবার ৭ জানুয়ারি দুপুর নাগাদ সর্বোচ্চ ৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। একই সময়ে হাম্বার মোহনা অঞ্চলে, বিশেষ করে হাল শহরের পশ্চিমে, প্রায় ৭ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে স্কটল্যান্ডে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একই সময়ে সর্বোচ্চ ২২ ইঞ্চি পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডের উত্তরাংশেও ভারী তুষারপাত হতে পারে, আর ওয়েলসের অ্যাবেরিস্টউইথ এলাকায় প্রায় ৫ ইঞ্চি তুষার জমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিশ্লেষকরা।

এদিকে, মেট অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের শেষ পর্যন্ত যুক্তরাজ্যে উচ্চচাপের প্রভাব বজায় থাকতে পারে, যার ফলে শুরুতে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহান্তের দিকে এই উচ্চচাপ অঞ্চল সরে গেলে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

মেট অফিস আরও জানিয়েছে, ওই সময় ঠান্ডা বাতাসের প্রভাবে বৃষ্টি ও ঝরনার সঙ্গে শীতকালীন ঝুঁকি বাড়তে পারে। সামগ্রিকভাবে জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে তাপমাত্রা গড়ের কাছাকাছি অথবা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে থাকতে পারে, যা তুষারপাতের সম্ভাবনাকে আরও জোরালো করছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভারী তুষারপাতের ফলে যান চলাচল ব্যাহত হওয়া, বিদ্যুৎ সংযোগে সমস্যা এবং দৈনন্দিন জীবনযাত্রায় অচলাবস্থা তৈরি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে সতর্কতা জারি করা হতে পারে।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে

আরো পড়ুন

কোরআন শিখছেন আলোচিত সেই রুশ জেনারেল

নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর

ট্রাম্পের সাত মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই লাখ অভিবাসী বিতাড়ন