9.6 C
London
January 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে পোলিশ ও বাংলা ভাষার আধিপত্যঃ দ্বিতীয় ভাষার মানচিত্র প্রকাশ

ইংল্যান্ড বিভিন্ন সংস্কৃতি ও ভাষার এক অনন্য সংমিশ্রণ দেশ। দেশটি বিশ্বজুড়ে নাগরিকদের জন্য বাসস্থানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যা ইংল্যান্ডের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রতি বছর যুক্তরাজ্যে বিদেশী ভাষার ব্যবহার বাড়ছে।

 

শুধু লন্ডনে সরকারি তথ্য অনুযায়ী ৩০০-এরও বেশি ভিন্ন ভাষা কথ্য। অধিকাংশ মানুষ ইংরেজি ছাড়াও তাদের মাতৃভাষায় কথা বলেন, তবে প্রায় এক মিলিয়ন মানুষ ইংরেজিতে খুব কম বা একেবারেই সক্ষম নন। এছাড়াও যুক্তরাজ্যের দেশীয় ভাষাগুলো যেমন স্কটস, ওয়েলশ, আয়ারিশ ও স্কটিশ গেইলিক এবং কর্নিশ এখনও কিছু অঞ্চলে ব্যবহৃত হয়।

যুক্তরাজ্যে প্রায় ৮ লাখ পোলিশ ভাষাভাষী রয়েছে। পশ্চিম লন্ডন, স্লো, সাউথহ্যাম্পটন, বার্মিংহাম ও লিডসে এদের বড় অংশ বসবাস করে। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী পোলিশ ভাষা অধিকাংশ বোরোতে দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবহৃত বিদেশী ভাষা। রোমানিয়ান দ্বিতীয় স্থানে রয়েছে, যা ৪৭২,০০০ মানুষ ব্যবহার করে এবং এটি পেনরিথ, ইপ্সউইচ, চেলমসফোর্ড, নরথম্পটন ও অন্যান্য অঞ্চলে জনপ্রিয়।

পাঞ্জাবি যুক্তরাজ্যের সবচেয়ে প্রচলিত ভারতীয় ভাষা এবং বড় সংখ্যক পাঞ্জাবি ভাষাভাষী বার্মিংহাম, ব্র্যাডফোর্ড ও ডারবিতে বসবাস করে। উর্দু, বাংলা ও গুজরাতি মিলিয়ে ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি সম্প্রদায়ের প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয়, যার মোট ব্যবহারকারীর সংখ্যা দুই মিলিয়নেরও বেশি। লন্ডনে ইংরেজির পরে দ্বিতীয় সবচেয়ে বেশি বলা ভাষা হলো বাংলা।

ইংল্যান্ডের অন্যান্য শহর ও বোরোতে প্রায়শই শোনা যায় লিথুয়ানিয়ান (ওয়েস্ট নরফোক), পর্তুগিজ (গ্রেট ইয়ারমাউথ), তুর্কি (লুটন), ইয়িডিশ (সাউথএন্ড অন সি), হাঙ্গেরিয়ান (নটিংহাম), ফিলিপিনো (আলভারস্টন) এবং তামিল (চেসিংটন)। আরবিও ইংল্যান্ডের কিছু শহরে শোনা যায়, বিশেষ করে লন্ডন, কার্ডিফ এবং সাউথ শিল্ডসের আশেপাশে। এটি যুক্তরাজ্যে পঞ্চম সবচেয়ে বেশি বলা বিদেশী ভাষা, যার মাতৃভাষী প্রায় ২ লাখ।

সূত্রঃ এক্সপ্রেস ডট কম

এম.কে

আরো পড়ুন

একদিনের জন্য ইমিগ্রেশন অফিসার

অভিবাসী আশ্রয় আইনের ফাঁকে যুক্তরাজ্যে অপরাধীর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন

আদালতের রেকর্ড জটঃ ন্যায়বিচার দ্রুত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ বাড়াচ্ছে যুক্তরাজ্য সরকার