ইংল্যান্ডের লোকেদের বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম শুরু করা এবং নাইটক্লাবের মতো জনসমাগমগুলোতে প্রবেশ করতে কোভিড স্ট্যাটাস দেখাতে হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বুধবার (৮ ডিসেম্বর) ডাউনিং স্ট্রিট প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে, ‘প্ল্যান বি’। বরিস জনসন বলেছেন, আগামী শুক্রবার থেকে মাস্ক ব্যবহারের নীতি আরও কঠোর হতে যাচ্ছে এবং ইনডোর লোকেশনেও মাস্ক পরে থাকতে হবে।
তিনি আরও বলেন, আগামী সোমবার (১৩ ডিসেম্বর) ওয়ার্ক ফ্রম হোমের গাইডেন্স দেওয়া হবে। আর বড় ইভেন্টগুলোতে ভ্যাকসিন পাসপোর্ট বা কোভিড পাস বাধ্যতামূলক হবে বুধবার (১৫ ডিসেম্বর)।
Vaccine passports, work from home and more wearing of face coverings are all coming back as the government brings in Plan B to tackle Omicron https://t.co/ak4SddVpoq pic.twitter.com/Q9knsDMnzg
— ITV News (@itvnews) December 8, 2021
প্রধানমন্ত্রী স্বীকার করেন, সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রণ ভ্যারিয়েন্টের কারণে এই প্ল্যান-বি বা বিকল্প পরিকল্পনা নিতে হচ্ছে সরকারকে।
৮ ডিসেম্বর ২০২১
এনএইচ