14.9 C
London
October 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ড ও ওয়েলসে হেইট ক্রাইমে উদ্বেগজনক উত্থানঃ মুসলিমদের লক্ষ্য করে অপরাধ বেড়েছে প্রায় এক-পঞ্চমাংশ

ইংল্যান্ড ও ওয়েলসে তিন বছর পর আবারও বিদ্বেষমূলক অপরাধ বা হেইট ক্রাইম বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ধর্মীয় ও বর্ণভিত্তিক অপরাধের সংখ্যা উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ বেড়েছে ১৯%।

হোম অফিস জানায়, সাউথপোর্ট হত্যাকাণ্ড এবং গত গ্রীষ্মের দাঙ্গার পর মুসলিমদের লক্ষ্য করে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের মধ্যে ৪৫% হামলার লক্ষ্য ছিল মুসলিমরা— যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ অনুপাত।

অন্যদিকে, ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ ইংল্যান্ড ও ওয়েলসের (লন্ডন বাদে) অঞ্চলে ১৮% হ্রাস পেয়েছে। এটি আগের বছরের ১১৩% বৃদ্ধির পর এক ধরনের স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। তবে মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, লন্ডনে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ৪০% ইহুদিদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে।

মোট হিসাবে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে ইংল্যান্ড ও ওয়েলসে (মেট বাদে) ১,১৫,৯৯০টি হেইট ক্রাইম রেকর্ড হয়েছে— যা আগের বছরের ১,১৩,১৬৬টি থেকে প্রায় ২% বেশি। মেট পুলিশসহ সারাদেশে মোট নথিভুক্ত অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৭,৫৫০টি। যদিও হোম অফিস জানিয়েছে, তথ্যসংগ্রহের পদ্ধতিতে কিছু পরিবর্তন হওয়ায় বছরভিত্তিক তুলনা পুরোপুরি নির্ভুল নয়।

বর্ণবাদের কারণে সংঘটিত অপরাধের সংখ্যা ৬% বেড়েছে। তবে লিঙ্গ পরিচয় (ট্রান্সজেন্ডার) ভিত্তিক অপরাধ ১১%, প্রতিবন্ধিতাভিত্তিক অপরাধ ৮% এবং যৌন প্রবণতা ভিত্তিক অপরাধ ২% কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন, “আজকের পরিসংখ্যান স্পষ্ট করে যে, এখনও অনেক মানুষ কেবল তাদের পরিচয়, ধর্ম বা জাতিগত পটভূমির কারণে ভয়ের মধ্যে জীবনযাপন করছে। এটি কখনোই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, ম্যানচেস্টারের এক উপাসনালয়ে হামলার ঘটনার পর সরকারের পক্ষ থেকে মসজিদ ও সিনাগগগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

রেমিট্যান্স পাঠাতে লাগবে না চার্জ

‘রুশনারা আলী ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন -সংবাদটি সত্য নয়’

ইংল্যান্ডে ফ্লু-জনিত হাসপাতাল ভর্তির সংখ্যা চারগুণ বৃদ্ধি