2.7 C
London
January 23, 2025
TV3 BANGLA
ইউরোপ

ইইউতে পারিবারিক পুনর্মিলন ভিসা: আবেদনকারীর সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক নয়

পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দেয়ার ক্ষেত্রে আবেদনকারীকে ভিসা দপ্তরে সশরীরে হাজিরে হতে বাধ্য করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো৷ বেলজিয়ান কর্তৃপক্ষ সিরীয় এক নারী ও দুই শিশুর ভিসা আবেদন বাতিল করায় এমন রায় দিয়েছেন ইউরোপীয় কোর্ট অব জাস্টিস৷

সশরীরে উপস্থিত হয়ে পারিবারিক পুনর্মিলন ভিসা আবেদনের কড়াকড়ির বিরুদ্ধে মঙ্গলবার রায় দিয়েছে ইউরোপীয় বিচার আদালত (ইসিজি)৷ রায়ে বলা হয়েছে, এর ফলে কিছু পরিবারের জন্য পারিবারিক পুনর্মিলন অসম্ভব হতে পারে, যা ইউরোপীয় আইন এবং পারিবারিক পুনর্মিলনের অধিকারের লঙ্ঘন৷

সিরীয় এক পরিবারের ভিসা আবেদন বাতিলের প্রেক্ষিতে এমন রায় দিয়েছেন আদালত৷ ২০১৯ সালে দুই সন্তানের জনক এক সিরীয় বেলজিয়ামে আসেন এবং শরণার্থী স্বীকৃতি পান৷ ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার শহর আফরিন থেকে গত বছর তার স্ত্রী এবং পাঁচ ও সাত বছর বয়সি দুই শিশু ই-মেইলের মাধ্যমে পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন করেন৷ কিন্তু বেলজিয়ান দূতাবাস তাদেরকে কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে বলে৷

 

 

 

 

 

ভ্রমণ করা কঠিন বা বিপজ্জনক এমন পরিবার ইইউ দেশগুলোর কূটনৈতিক দপ্তরে হাজির না হয়ে ভিসা আবেদন করলে তা বাতিল হবে কিনা এই বিষয়ে ইসিজের কাছে জানতে চাওয়া হয়৷

ইসিজে জানিয়েছে, সশস্ত্র সংঘাতের মধ্যে থাকা দেশের বাসিন্দাদের দূতাবাসে হাজির হওয়া বড় বাঁধার কারণ হতে পারে৷ এতে তাদের পরিবারের বিচ্ছেদ আরো দীর্ঘায়িত এবং অপ্রাপ্তবয়স্কদের জীবন ঝুঁকিতে পড়তে পারে৷ এই অবস্থায় আবেদনকারী নির্ধারিত তারিখে উপস্থিত হতে ব্যর্থ হতে পারেন৷ এই বাধ্যবাধকতা ইউরোপীয় আইনের বরখেলাপ৷ কারণ, আইনে শরণার্থীদের পরিস্থিতির ওপর বিশেষ মনোযোগ রাখার কথা বলা হয়েছে৷

 

 

 

ভুয়া আবেদন এড়াতে পারিবারিক পুনর্মিলন ভিসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কূটনৈতিক দপ্তরে সশরীরে হাজির হওয়ার নিয়ম রয়েছে৷ তবে আদালত বলছে বিপদে থাকাদের ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া পরবর্তী ধাপেও সেরে নেয়া যেতে পারে৷

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইসিজে-এর রায় মানতে বাধ্য৷ এর পাশাপাশি ইউরোপীয় মানবাধিকার কনভেনশন মানতে বাধ্য বেলজিয়াম৷ যেখানে বলা হয়েছে, প্রত্যেকেরই পারিবারিক জীবন পাওয়ার অধিকার আছে৷

আরো পড়ুন

ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ইইউ

আশ্রয়প্রার্থীদের ডিজিটাল ডেবিট কার্ড দিচ্ছে জার্মানি

মানব পাচারের অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক