ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্য সরকারের নেয়া উদ্যোগের বিরোধিতা করে আসছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷
চলতি সপ্তাহে এ বিষয়ে যুক্তরাজ্যের একটি আদালতের শরণাপন্ন হয়েছে সংস্থাটি৷ সেখানে তারা জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো হলে তাদের আবার এমন কোনো দেশে স্থানান্তরিত করা হতে পারে যেখানে তারা নির্যাতন বা মৃত্যুতে ঝুঁকিতে ছিলেন৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিত্বকারী আইনজীবীরা গত সোমবার যুক্তরাজ্যের উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, রুয়ান্ডার আশ্রয় ব্যবস্থা অপর্যাপ্ত৷
মঙ্গলবার এক বিবৃতিতে রুয়ান্ডার সরকারের মুখপাত্র জানিয়েছেন, আদালতে ‘‘ইউএনএইচসিআর মিথ্যা বলেছে৷’’
ওই বিবৃতিতে মুখপাত্র আরো উল্লেখ করেছেন, ‘‘সংস্থাটির কার্যকলাপে মনে হচ্ছে রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের সঙ্গে আচরণের বিষয়ে যুক্তরাজ্যের আদালতে মিথ্যা অভিযোগ করা তাদের লক্ষ্য৷ অথচ লিবিয়া থেকে আফ্রিকান অভিবাসীদের নিরাপদে রুয়ান্ডায় নিয়ে আসার জন্য আমাদের সঙ্গে অংশীদারত্ব রয়েছে৷’’
ইউএনএইচসিআর জানিয়েছে, শরণার্থীদের বিতাড়নের ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন৷
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি আরো জানিয়েছে, ‘‘ইউএনএইচিআর-এর পর্যবেক্ষণ বলছে, ইউককে-রুয়ান্ডা আশ্রয় অংশীদারত্বের মধ্য দিয়ে উদ্বাস্তুদের বিষয়ে সিদ্ধান্ত ও তাদের সুরক্ষা সম্পর্কিত দায়িত্বের হাতবদল হবে৷’’
বিষয়টি আদালত সম্পর্কিত হওয়ায় এ প্রসঙ্গে আর কোনো মন্তব্য করেনি ইউএনএইচসিআর৷
রুয়ান্ডার সরকার বলছে, আদালতে ইউএনএইচসিআর-এর আইনজীবীদের উত্থাপিত উদাহরণগুলো যুক্তরাজ্য-রুয়ান্ডার চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ তারা যেসব উদাহরণ আদালতে তুলে ধরেছিল সেগুলো ছিল অন্য দেশ থেকে রুয়ান্ডায় ঢুকতে চাওয়া ব্যক্তিরা প্রয়োজনীয় শর্তপূরণ করতে না পারা এবং অনেকের স্বেচ্ছায় রুয়ান্ডা ছেড়ে যাওয়া৷
গত সপ্তাহে যুক্তরাজ্য জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের নিয়ে রুয়ান্ডার উদ্দেশে প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্য ছেড়ে যাবে ২৪ জুলাই৷ তবে এটি নির্ভর করছে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন রক্ষণশীলদের জয়ের উপর৷ কারণ, ৪ জুলাই সরকার গঠনে ভোট দেবে দেশটির জনগণ৷
বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীনদের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী লেবার পার্টি৷ তারা অবশ্য জানিয়ে রেখেছে, ক্ষমতায় এলেই বাদ দেয়া হবে সুনাক সরকারের এই ফ্ল্যাগশিপ পরিকল্পনাটি৷
সূত্রঃ রয়টার্স
এম.কে
১৫ জুন ২০২৪