6.6 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউএনএইচসিআর আদালতে মিথ্যাচার করছে, অভিযোগ রুয়ান্ডার

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্য সরকারের নেয়া উদ্যোগের বিরোধিতা করে আসছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷

চলতি সপ্তাহে এ বিষয়ে যুক্তরাজ্যের একটি আদালতের শরণাপন্ন হয়েছে সংস্থাটি৷ সেখানে তারা জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো হলে তাদের আবার এমন কোনো দেশে স্থানান্তরিত করা হতে পারে যেখানে তারা নির্যাতন বা মৃত্যুতে ঝুঁকিতে ছিলেন৷

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিত্বকারী আইনজীবীরা গত সোমবার যুক্তরাজ্যের উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, রুয়ান্ডার আশ্রয় ব্যবস্থা অপর্যাপ্ত৷

মঙ্গলবার এক বিবৃতিতে রুয়ান্ডার সরকারের মুখপাত্র জানিয়েছেন, আদালতে ‘‘ইউএনএইচসিআর মিথ্যা বলেছে৷’’

ওই বিবৃতিতে মুখপাত্র আরো উল্লেখ করেছেন, ‘‘সংস্থাটির কার্যকলাপে মনে হচ্ছে রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের সঙ্গে আচরণের বিষয়ে যুক্তরাজ্যের আদালতে মিথ্যা অভিযোগ করা তাদের লক্ষ্য৷ অথচ লিবিয়া থেকে আফ্রিকান অভিবাসীদের নিরাপদে রুয়ান্ডায় নিয়ে আসার জন্য আমাদের সঙ্গে অংশীদারত্ব রয়েছে৷’’

ইউএনএইচসিআর জানিয়েছে, শরণার্থীদের বিতাড়নের ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন৷

বুধবার এক বিবৃতিতে সংস্থাটি আরো জানিয়েছে, ‘‘ইউএনএইচিআর-এর পর্যবেক্ষণ বলছে, ইউককে-রুয়ান্ডা আশ্রয় অংশীদারত্বের মধ্য দিয়ে উদ্বাস্তুদের বিষয়ে সিদ্ধান্ত ও তাদের সুরক্ষা সম্পর্কিত দায়িত্বের হাতবদল হবে৷’’

বিষয়টি আদালত সম্পর্কিত হওয়ায় এ প্রসঙ্গে আর কোনো মন্তব্য করেনি ইউএনএইচসিআর৷

রুয়ান্ডার সরকার বলছে, আদালতে ইউএনএইচসিআর-এর আইনজীবীদের উত্থাপিত উদাহরণগুলো যুক্তরাজ্য-রুয়ান্ডার চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ তারা যেসব উদাহরণ আদালতে তুলে ধরেছিল সেগুলো ছিল অন্য দেশ থেকে রুয়ান্ডায় ঢুকতে চাওয়া ব্যক্তিরা প্রয়োজনীয় শর্তপূরণ করতে না পারা এবং অনেকের স্বেচ্ছায় রুয়ান্ডা ছেড়ে যাওয়া৷

গত সপ্তাহে যুক্তরাজ্য জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের নিয়ে রুয়ান্ডার উদ্দেশে প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্য ছেড়ে যাবে ২৪ জুলাই৷ তবে এটি নির্ভর করছে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন রক্ষণশীলদের জয়ের উপর৷ কারণ, ৪ জুলাই সরকার গঠনে ভোট দেবে দেশটির জনগণ৷

বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীনদের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী লেবার পার্টি৷ তারা অবশ্য জানিয়ে রেখেছে, ক্ষমতায় এলেই বাদ দেয়া হবে সুনাক সরকারের এই ফ্ল্যাগশিপ পরিকল্পনাটি৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৫ জুন ২০২৪

আরো পড়ুন

আমরা আমাজন নইঃ ইউক্রেনকে বলেছে যুক্তরাজ্য

আদালতে সাক্ষ্য প্রদানে বিরল ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিন্স হ্যারি

ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থানের পরিকল্পনায় ব্রিটিশ দুই ভাই