15.9 C
London
April 29, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

দুর্নীতিগ্রস্ত প্রাক্তন কর্মকর্তার জন্য কৃষ্ণাঙ্গদের কাছে ক্ষমা চাইলো ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ

একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডের ফলে অন্তত দুটি গুরুতর অপরাধের ঘটনার কারণে যুক্তরাজ্যের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।

 

কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার কর্মীদের কাছে পাঠানো একটি চিঠিতে, বাহিনীর প্রধান কনস্টেবল লুসি ডি’অরসি, ডিএস ডেরেক রিজওয়েলকে ‘স্টকওয়েল সিক্স’ এবং ‘ওভাল ফোরের’ জন্য দোষী সাব্যস্ত করেন এবং মূল ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করেন।

 

তিনি বলেন, তার কর্মকাণ্ড আজকের ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকে সজ্ঞায়িত করেনা।

 

এছাড়াও তিনি ব্রিটিশ কৃষ্ণাঙ্গ কম্যুনিটির শিক্ষার্থীদের ক্রিমিনলোজি বা আইন শিক্ষাদানের একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন। তার বাহিনী যাতে আরও ভালো করে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে, সেই লক্ষ্যে কৃষ্ণাঙ্গদের নিয়োগের বিষয়ে জোর দেন।

 

দ্য ওভাল ফোর হলো একদল কৃষ্ণাঙ্গ যুবক যাদেরকে রিজওয়েল ফাঁসিয়েছিলেন এবং লন্ডনের আন্ডারগ্রাউন্ডে ছিনতাইয়ের সঙ্গে অভিযুক্ত করা হয়েছিল। এই অভিযোগ থেকে মুক্তি পেতে তাদের প্রায় ৫০ বছর লেগে যায়।

 

স্টকওয়েল সিক্সের দোষী সাব্যস্ত হওয়ার পিছনেও রিজওয়েলের ভূমিকা ছিল। এদের বিরুদ্ধেও আন্ডারগ্রাউন্ডে ডাকাতির চেষ্টার অভিযোগ আনা হয়।

 

“ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের (বিটিপি) পক্ষ থেকে, ১৯৬০ এবং ৭০-এর দশকে বিটিপিতে কাজ করা প্রাক্তন পুলিশ অফিসার ডিএস ডেরেক রিজওয়েলের অপরাধমূলক কর্মের মাধ্যমে ব্রিটিশ আফ্রিকান সম্প্রদায়ের মধ্যে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত,” ডি’ ওরসি চিঠিতে লিখেছেন।

 

৬ নভেম্বর ২০২১
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান অ্যাপল

অনলাইন ডেস্ক

সাবস্ক্রিপশন ও সরকারি অনুদান দ্বারা প্রতিস্থাপিত হবে বিবিসির লাইসেন্স ফি

অনলাইন ডেস্ক

ইউকে ব্যাংকগুলি প্রতিদিন এক হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে