10.9 C
London
December 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারেঃ ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ ধরনের সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। নেপথ্যে অন্য দেশ মদত জোগাচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত থামাতে বারবার চেষ্টা করেছেন ট্রাম্প। দুই দেশের প্রধানদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকও করেছেন তিনি। অনেকবার ফোনে কথা বলেছেন। এরপরও যুদ্ধ অবসানের কোনো ফলপ্রসূ পদক্ষেপ দেখা যায়নি। সেই কারণের দুই দেশের ওপরই যে তিনি ক্ষুব্ধ, তা স্পষ্টভাবেই জানিয়ে ট্রাম্প বলেন, গত মাসেই এই সংঘাতে অন্তত ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশির ভাগই সেনা। ক্রমাগত এই রক্তপাতে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। অবিলম্বে এই যুদ্ধ বা শত্রুতা বন্ধ করার কথা আবারও বলেন ট্রাম্প। তিনি জানান, আমি এই হত্যালীলা বন্ধ দেখতে চাই। আমরা কঠোর পরিশ্রম করছি। তারপরেই নিজের আশঙ্কার কথা প্রকাশ করে ট্রাম্প বলেন, এই ধরনের ঘটনা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কেউই তা দেখতে চাই না।

 

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুদ্ধবিরতিতে পৌঁছোনোর ব্যাপারে ধীর অগ্রগতিতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তিনি আর এমন কোনো বৈঠকে যোগ দিতে চান না, যা শুধুই বৈঠক হবে, ফলাফল শূন্য। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার প্রস্তাবিত শান্তিচুক্তিতে স্বাক্ষর না করায় ক্ষুব্ধ ট্রাম্প।

সূত্রঃ রয়টার্স ও সিএনএন

এম.কে

আরো পড়ুন

আগামী সপ্তাহে লন্ডনে প্রবল তুষারপাতের সম্ভাবনা

জেনে নিন যুক্তরাজ্যের মেরিট স্কলারশিপ সম্পর্কে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের রেকর্ড