2.2 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইটালি এবং ফ্রান্স সীমান্তে সক্রিয় মানবপাচার চক্র

ইটালি এবং ফ্রান্স সীমান্তে সক্রিয় একটি মানবপাচার চক্রের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ফরাসি আদালত৷ অভিযুক্ত পাচারকারীদের সবাই একই পরিবারের সদস্য৷ ইটালির ভেন্টিমিগ্লিয়া থেকে শুরু করে ফ্রান্সের মন্তো শহর পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কটি৷

দক্ষিণ ফ্রান্সের স্থানীয় দৈনিক নিসমাতা জানিয়েছে, ৮ নভেম্বর ঘোষিত রায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ফরাসি আদালত৷ পাচারকারীদের সবাই একই পরিবারের সদস্য৷ অভিযুক্তদের মধ্যে একজনের বিচার আগামী এপ্রিলে এবং অপর দুই আসামি পলাতক রয়েছে।

অভিযোগ রয়েছে, তারা অভিবাসীদের আল্পস পর্বতমালা ভেতর দিয়ে এনে ফ্রান্সের মন্তো শহরের একটি ঘরে রাখতেন৷ তারপর সুযোগের অপেক্ষায় থাকতেন৷ সুযোগ পেলেই অভিবাসীদের গন্তব্যে পৌঁছে দেয়ার উদ্যোগ নিতেন৷

মন্তো শহরের প্রান্তীয় আশ্রয়কেন্দ্রে আসার আগে অভিবাসীদের বিপজ্জনক পাহাড়ি পথ দিয়ে পায়ে হেঁটে আল্পস পার হতে হয়েছিল৷

দৈনিক নিসমাতা জানিয়েছে, অভিবাসী পারাপারের একটি ছোট্ট গলিতে চলাচলের কারণে নেটওয়ার্কটি স্থানীয়দের ও পুলিশের নজরে পড়েছিল৷ একজন স্থানীয় বাসিন্দা ও একজন পুলিশ কর্মকর্তা সীমান্তে অভিবাসীদের আসা-যাওয়া দেখে কৌতূহলী হয়েছিলেন৷ মাঝে মধ্যে এ এলাকায় প্রায় দশজনের মতো অভিবাসী নিয়ে বিভিন্ন গাড়ি ভিড় করত৷

মূলত অভিযুক্তদের বিরুদ্ধে ২০২২ সালের মার্চ থেকে তদন্ত ও নজরদারি শুরু করে ফরাসি কর্তৃপক্ষ৷

কয়েক বছর ধরে ইটালীয় শহর ভেন্টিমিগ্লিয়াতে অবস্থানরত শত শত অভিবাসী পায়ে হেঁটে, ট্রেনে বা পাহাড়ি অঞ্চল পাড়ি দিয়ে ফ্রান্সে প্রবেশের চেষ্টা করছে৷

সম্প্রতি সীমান্তে ভিড় করেছেনে এমন ৪০০ অভিবাসী৷ অভিবাসন সংস্থাগুলোর মতে, এই সংখ্যাটি অনেক বড় তবে সর্বোচ্চ নয়। কারণ ২০১৭ সালে এই সীমান্তে প্রায় ৭০০ অভিবাসী ভিড় করেছিলেন৷

চলতি বছরের সেপ্টেম্বরে ফ্রান্স সরকার প্যারিস সীমান্তে নজরদারি বাড়াতে শক্তি বাড়ানোর ঘোষণা দেয়৷

ভেন্টিমিগ্লিয়ার কারিতাস সেন্টারের পরিচালক ক্রিশ্চিয়ান পাপিনি ব্যাখ্যা করেন, “সীমান্ত নিয়ন্ত্রণ করা হলে স্পষ্টতই অভিবাসীদের দ্রুত সীমান্ত অতিক্রমের মাত্রা কমে আসে৷ উদাহরণ হিসেবে বলা যায়, দুই দিনের পরিবর্তে হয়ত চার দিন সময় নেবে তখন৷ এটি সীমান্তে লোকের সংখ্যা বাড়িয়ে দিবে৷’’

২০২৩ সালের মে থেকে এ অঞ্চলে সীমান্ত পারাপার পর্যবেক্ষণের জন্য ড্রোন মোতায়েন করেছে ফ্রান্স সরকার৷

এম.কে
১২ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

মার্কিন ইতিহাসের বৃহত্তম আর্থিক জালিয়াতিতে ১১৫ বছরের জেল

১৯৫০ সালের পর প্রথমবারের মতো অবসর গ্রহণের বয়সসীমা বাড়ালো চীন

অনথিভুক্ত অভিবাসীদের সুসংবাদ দিল স্পেন