TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ইরানের জালে ইংল্যান্ডের গোল উৎসব

ইরানের ডিফেন্ড ভেঙে গোল উৎসবে মেতে ওঠে ইংলিশরা। একে একে ইরানের জালে বল পাঠায় ছয়বার।

 

২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে সোমবার (২১ নভেম্বর) গ্রুপ ‘বি’-এর ম্যাচে ৬-২ গোলে জয় তুলে নিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। গোলের দেখা পেয়েছেন দলটির জুড বেলিংহ্যাম, বুকাইয়ো সাকা, রহিম স্টার্লিং এবং মার্কাস রাশফোর্ড। ইরানের হয়ে দুই গোল শোধ করেন মেহদি তারামি।

 

খেলার তখন ৮ মিনিটও পার হয়নি। ক্রস ঠেকাতে গিয়ে সতীর্থ হোসেইনি মাজিদের সঙ্গে ধাক্কা লাগায় আহত হয়ে মাঠ ছাড়লেন ইরানের মূল গোকরক্ষক আলিরেজা বেইরানভান্দ।

 

তার বদলে দলের দ্বিতীয় সেরা গোলরক্ষক হোসেইন হোসেইনি মাঠে নেমে মুখোমুখি হলেন বিভীষিকাময় পরিস্থিতির। কারণ সুযোগটা কাজে লাগিয়ে ইরানের জালে রীতিমতো গোল উৎসব করল ইংল্যান্ড।

 

কাতার বিশ্বকাপে নিজেদের ফেভারিট মেনেই মাঠে নামে ইংল্যান্ড। মাঠে নেমেই নিজেদের ফেভারিট মনে করার প্রমাণও দিয়েছেন ফুটবলাররা। দেড় হালি গোল দিয়ে দুটি গোল হজমও করে ইংলিশরা।

 

২১ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ইইউ

বিশ্বজুড়ে ‘হালাল হলিডে’র জনপ্রিয়তা বাড়ছে

হামাসের সন্ত্রাসী হামলার সমর্থনকারীদের সতর্ক করল যুক্তরাজ্য সরকার