TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করে রাশিয়াঃ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাইলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং রাশিয়া তাতে সহযোগিতা করতেও প্রস্তুত।

শনিবার (২১ জুন) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুতিন স্কাই নিউজ আরাবিয়াকে বলেন, ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এখন পর্যন্ত পায়নি। ইরানে পারমাণবিক অস্ত্র হারাম বলে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে, যা বিষয়টিকে আরো স্পষ্ট করে দেয়।

তিনি বলেন, রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে। কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশে ইরানের অধিকারকে সমর্থন করে রাশিয়া। তাই ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির উন্নয়নে সহায়তা করতে তারা প্রস্তুত।

গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে ইসরাইল বিমান হামলা শুরু করলে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘাত শুরু হয়। ইসরাইলের হামলার জবাবে তেহরানও ক্ষেপনাস্ত্র হামলা চালায়।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস জানিয়েছে, ইসরাইলের হামলায় ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক হাজার ৩২০ জনের বেশি।

সূত্রঃ আনাদোলু অ্যাজেন্সি

এম.কে
২১ জুন ২০২৫

আরো পড়ুন

রিজার্ভ গণনায় আইএমএফ পদ্ধতি শুরু জুনে, নামবে ২৪ বিলিয়ন ডলারে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি