TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন গ্র্যান্ডমাস্টার রাজীবের

গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। আজ শনিবার নিজের ফেসবুকে এক বার্তায় এমনটা জানিয়েছেন তিনি।

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তার আগে ফেসবুকে রাজীব লিখেছেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।’

তার এমন বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম বলেন, ‘দেখুন ইসরায়েলের সঙ্গে খেলতে আমাদের তো কোনো বাধা নেই। সরকারও কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবু আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।’

দশম রাউন্ড বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যেখানে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। শেষ পর্যন্ত তিনি না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২১ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ডিজিএফআই, এমআইএসটি, আনসার ও ভিডিপির শীর্ষ পদে রদবদল

‘বিপদে’ সিলেটের সাবেক চার এমপি

বেশি বয়সে বিয়ে করেন সিলেটের পুরুষেরা, কম বয়সে ময়মনসিংহের