3 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলের যুদ্ধাপরাধকে সহায়তা না করতে সরকারের প্রতি ব্রিটিশ অভিনেত্রীর আহ্বান

ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, ব্রিটেনের উচিত নয় যুদ্ধাপরাধকে সহায়তা ও প্ররোচনা দেওয়া।

জুলিয়েট স্টিভেনসন বলেন, যদিও সরকার সেপ্টেম্বরে কিছু অস্ত্রের রপ্তানি লাইসেন্স স্থগিত করেছে, তবে ১৩ জুলাই দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ আল-মাওয়াসি শিবিরের মতো মারাত্মক হামলায় ব্যবহৃত এফ-৩৫ বিমানের যন্ত্রাংশ সরবরাহের লাইসেন্স অব্যাহত রেখেছে।

তিনি বলেন, যে বোমাগুলো ৯০ জনকে টুকরো টুকরো করে ফেলেছিল, সেগুলো এফ-৩৫ বিমান থেকে ছোড়া হয়েছিল। বিমানটির যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্রদের, বিশেষ করে যুক্তরাজ্যের তৈরি।

গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক এবং ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী ‘আল-হক’র একটি প্রচারণাকে সমর্থন করার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্টিভেনসন বলেন, এফ-৩৫ তৈরি ও রক্ষণাবেক্ষণ গাজা যুদ্ধে ব্রিটেনের সবচেয়ে বড় ভূমিকা ছিল এবং এখনো তা চলছে।

ব্রিটিশ অভিনেত্রী আরও বলেন, প্রতিটি দিন একটি নতুন নৃশংসতা নিয়ে আসে। এই সরকার, আমাদের সরকার, ‘কিছুই ঘটছে না’- এমন ভান যুক্তরাজ্য সরকার চালিয়ে যেতে পারে না। ব্রিটেনের উচিত নয় যুদ্ধাপরাধকে সহায়তা ও প্ররোচনা দেওয়া।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৪ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

নামের সাথে ‘মোহাম্মদ’ থাকায় কানাডায় হেনস্থার শিকার বৃটিশ এমপি

এবার ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে

ক্যানসারের সাথে লড়াই করে গেলেন হিথ স্ট্রিক