24.2 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইস্ট লন্ডনে বিল্ডিং হতে পড়ে এক কিশোরীর মৃত্যু

ইস্ট লন্ডনে আইল অফ ডগের একটি টাওয়ার ব্লক থেকে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টায় টাওয়ার হ্যামলেটসের কোয়ার্টারডেক এস্টেটে পুলিশ এবং প্যারামেডিকস আসার খবর ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে পাওয়া যায়।

মেয়েটিকে দ্রুততার সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে উঁচু থেকে নীচে পড়ে যাওয়ায় আঘাতটি ছিল খুবই গুরুতর এবং জীবন হরণকারী।

স্কটল্যান্ড ইয়ার্ড বুধবারে নিশ্চিত করে, মেয়েটি আহত অবস্থায় মারা গিয়েছে। তবে কিভাবে মেয়েটি টাওয়ার ব্লকের উপর হতে পড়ে গেলো সে ব্যাপারে এখনও কোনো খবর নিশ্চিত করে নাই লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

এম.কে
১৪ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

টিউলিপ সিদ্দিকী নতুন সাংসদের প্রথম সদস্য যার নামে শুরু হয়েছে তদন্ত

ব্রিটেনের সরকারি ওয়েবসাইটসহ কয়েকটি সংবাদপত্রের ওয়েবসাইট ডাউন

অনলাইন ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচা: বাড়ি কেনার খরচসমূহ

নিউজ ডেস্ক