1.6 C
London
November 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

উইন্ডফল ট্যাক্স: ইউকে প্রকল্পের বিনিয়োগ পর্যালোচনা করবে শেল

এনার্জি কোম্পানিরগুলোর জন্য উইন্ডফল ট্যাক্স বাড়ানোর কারণে ব্রিটিশ প্রকল্পগুলোতে ২৫ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ পর্যালোচনা করবে শেল। স্কাই নিউজকে একথা জানান বৃহৎ তেল কোম্পানিটির ইউকে প্রধান ডেভিড বাঞ্চ।

 

অটাম স্টেটমেন্টে তেল ও গ্যাসের মুনাফার উপর কর ২৫% থেকে বাড়িয়ে ৩৫% করার ঘোষণা দেন জেরেমি হান্ট।

 

পাচ মাস আগে যুক্তরাজ্যে ২৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ প্রকল্প ঘোষণা করেছিল শেল। কিন্তু এখন কোম্পানিটি বলছে, সরকারের সাম্প্রতিক পদক্ষেপের কারণে সবকিছু আবার সাজাতে হতে। বিনিয়োগের প্রতিটি প্রজেক্ট  ‘কেস বাই কেস’ পর্যালোচনা করতে হবে।

 

স্কাই নিউজকে ডেভিড বাঞ্চ বলেন, পাচ মাস আগে আমরা ২৫ বিলিয়ন পাউন্ডের একটি বিনিয়োগ প্যাকেজের রূপরেখা দিয়েছিলাম। এটি বাস্তবায়নে একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ দরকার। কিন্তু এরইমধ্যে তিনটা বাজেট ঘোষণা হয়েছে, দুইজন প্রধানমন্ত্রী বদলেছেন।

 

দাম আগের অবস্থার কাছাকাছি ফিরে গেলে উইন্ডফল বাজেট প্রত্যাহার করা যায় কীনা তা বিবেচনায় আনতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

 

২৩ নভেম্বর ২০২২
সূত্র: স্কাই নিউজ

আরো পড়ুন

লন্ডনে ফ্ল্যাট থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

যুক্তরাজ্যের ভ্রমণ শিল্পে হতাশা

নিউজ ডেস্ক

গ্র‍্যাজুয়েট ভিসা স্কিমের পক্ষে মত দিয়েছে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি