একদিনের ব্যবধানে ২৫ প্রবাসীর করোনা রিপোর্ট বদলে গেল। দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় ২৮ প্রবাসীর ২৫ জনেরই করোনা রিপোর্ট নেগেটিভ আসার খবর পাওয়া যায়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরটি-পিসিআর ল্যাবে তাদের ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে ফলাফল আসে রিপোর্ট নেগেটিভ।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আগে ঠিকমতো পদ্ধতি মেনে স্যাম্পল কালেকশন করা হয়নি। টেস্ট প্রক্রিয়ার এরর হতে পারে। অথবা ল্যাবেও সমস্যা থাকতে পারে। সর্বোপরি- ১৪ দিনের আগেও অনেকে করোনামুক্ত হতে পারেন। এটি অস্বাভাবিক নয়। বিভিন্ন কারণে একদিনের ব্যবধানে রিপোর্ট বদলাতে পারে।
গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বিজি-২০২ বিমানের ফ্লাইটে দেশে ফিরেন ১৫৭ প্রবাসী। তাদের নগরের বিভিন্ন হোটেলে চার দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিন শেষে গত রোববার প্রথমবার সীমান্তিকের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে পরীক্ষায় ২৮ প্রবাসীর করোনা পজিটিভ আসে। এর আগে আসা আরেকজনের শরীরেও করোনা ধরা পড়ে। মঙ্গলবার দ্বিতীয় দফা পরীক্ষায় ২৯ জনের নমুনা করা হলে তাদের ২৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
২৭ জানুয়ারি ২০২১
নিউজ ডেস্ক