TV3 BANGLA
আন্তর্জাতিকদক্ষিণ এশিয়াযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এবছর থেকে যুক্তরাজ্যে ভারতীয়দের থাকা ও কাজের সুযোগ বাড়ছে

ভারত এবং যুক্তরাজ্য সরকার মিলিতভাবে একটি নতুন স্কিম চালু করতে যাচ্ছে। এর ফলে হাজারো ভারতীয় যাদের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে তারা যুক্তরাজ্যে কাজ করার সুযোগ পাবেন। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হবে এই ‘ইয়াং প্রফেশনাল স্কিম’। যার ফলে ভারতের নাগরিকরা দুই বছর যুক্তরাজ্যে বিনা বাঁধায় থাকা এবং কাজ করার সুযোগ পাবেন।

তবে এটি একটি পারস্পরিক দ্বিমুখী প্রকল্প। এর আওতায় যুক্তরাজ্যের নাগরিকরাও একইভাবে দুই বছর ভারতে থাকা এবং কাজ করার সুযোগ পাবেন। ২০২২ সালের শেষ নাগাদ চীনকে অতিক্রম করে যুক্তরাজ্যের দেওয়া স্টুডেন্ট ভিসার সবচেয়ে বড় গ্রাহকে পরিণত হয়েছে ভারত।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ বারটন এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তার দেশ দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে কাজ করছে। এ সিদ্ধান্ত তারই ফলাফল।

 

সূত্র: লাইভ মিন্ট

আরো পড়ুন

২০৩৬ সালের মধ্যে যুক্তরাজ্যে ৬১ লাখ অভিবাসী

যুক্তরাজ্যে প্রবেশে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক

ভারতীয় মসলায় ক্ষতিকর উপাদানঃ যুক্তরাষ্ট্রের সতর্কতা