9.5 C
London
January 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এমপি অ্যামেস হত্যায় অভিযুক্ত যুবক আটক

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডে সন্দেহভাজনক একজনকে আটক করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে আটক দেখানোর পর লন্ডনের পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে বিবিসি।

 

জানা যায়, আটক ২৫ বছর বয়সী আলী হারবি আলীকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি ছাড়া এই হামলায় আরও কেউ জড়িত রয়েছেন; এমন কোনও তথ্য এখনও পুলিশের হাতে নেই।

 

এর আগে শুক্রবার নিজের নির্বাচনী এলাকা অ্যাসেক্সের একটি গির্জায় বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় হঠাৎ ছুরিকাঘাত করা হয় সিনিয়র আইনপ্রণেতা অ্যামেসের ওপর।

 

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরিও জব্দ করেছে। এছাড়া এ ঘটনার সঙ্গে তারা আর কাউকে খুঁজছে না।

 

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে লন্ডনের দুটি স্থানে তাল্লাশি চালানো হয়েছে। আটক ব্যক্তি বর্তমানে অ্যাসেক্স পুলিশ হেফাজতে রয়েছেন।

 

১৭ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের সিদ্ধান্ত দ্রুত নিতে গিয়ে রিফিউজ করছে হোমঅফিস

ক্যানসার আক্রান্ত কেটের সাক্ষাৎ চান হ্যারি, ‘কাছে ঘেঁষতে’ দেবেন না উইলিয়াম

যুক্তরাজ্যের সেন্ট আইভসের একমাত্র বৃদ্ধাশ্রমকে হোটেল নির্মাণের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ