4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ওমরার ভিসা নিয়ে সৌদির দারুণ সুখবর

পবিত্র ওমরার ভিসা নিয়ে দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি এবার ওমরাকারীদের জন্য ই-ভিসা চালু করেছে। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনে আগ্রহী ব্যক্তিরা ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ অ্যাপের মাধ্যমে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরার ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এ ছাড়া এ ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না। এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না।

আরব নিউজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন ১ মহররম তথা ১৯ জুলাই থেকে ওমরা পালন করতে পারবেন।

সূত্রঃ আরব নিউজ

এম.কে
২৩ জুন ২০২৪

আরো পড়ুন

জার্মানিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ কর‍তে চায় সরকার

২৬ বছর পর প্রকাশ্যে ডায়নার ৬ ঘন্টার টেপ

বাংলাদেশের পর এ বার ভারত সীমান্তবর্তী অঞ্চল দখল করলো আরাকান আর্মি