12.5 C
London
September 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তি কার্যকর: প্রথম অভিবাসী একজন ভারতীয়কে ফ্রান্সে ফেরত পাঠাল ব্রিটেন

ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে যুক্তরাজ্য। চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ স্বাক্ষরিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় বুধবার থেকে এই পদক্ষেপ কার্যকর হয়।

বিবিসি ও টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, ব্রিটেন থেকে প্রথম যে ব্যক্তিকে নির্বাসিত করা হয়েছে তিনি একজন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার সকালে এয়ার ফ্রান্সের একটি বিমানে করে তাকে প্যারিসে ফেরত পাঠানো হয়। ফরাসি কর্মকর্তারা তার নাগরিকত্বের বিশদ তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

এই প্রথম নির্বাসনের পর বিশেষ মন্তব্য করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি বলেন, “আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ছোট নৌকায় অবৈধভাবে প্রবেশকারীদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—তাদের নির্বাসনের চেষ্টা চলবে।”

বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও কঠোর অবস্থান প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি শুধুমাত্র ব্রিটেন নয়, পুরো ইউরোপের একটি গুরুতর সমস্যা। আমরা ফ্রান্সসহ বিভিন্ন দেশের সঙ্গে একাধিক চুক্তি করেছি। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আজ সকাল ৬টা ১৫ মিনিটে একটি ফ্লাইট রওনা হয়ে একজনকে সফলভাবে ফেরত পাঠানো হয়েছে।”

‘ওয়ান ইন, ওয়ান আউট’ পাইলট প্রকল্প অনুযায়ী, ছোট নৌকায় ব্রিটেনে পৌঁছানো যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে বা অগ্রহণযোগ্য বলে ঘোষিত, তাদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে। প্রতিটি ফেরতের বিনিময়ে ব্রিটেন ফ্রান্স থেকে এমন একজন শরণার্থীকে গ্রহণ করবে, যিনি চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করেননি।

তবে এই প্রক্রিয়া সহজ নয়। হোম অফিস জানিয়েছে, ফেরত পাঠানোর তালিকায় থাকা অনেক আশ্রয়প্রার্থীই মানবপাচার ও নির্যাতনের শিকার, ফলে বিষয়টি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছে যে ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির চিকিৎসা বা সহায়তার প্রয়োজন থাকলে তা ফ্রান্সকে জানানো হবে।

ফ্রান্স জানিয়েছে, প্রাথমিকভাবে তারা মাত্র ৫০ জনকে গ্রহণ করবে। তবে ব্রিটেন আশা করছে, প্রকল্পটি কার্যকর হলে ভবিষ্যতে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো যাবে। সরকারি মুখপাত্রের দাবি, প্রকল্পের আইনি ভিত্তি সুদৃঢ় এবং তা দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সাজানো হয়েছে।

সূত্রঃ দ্য হিন্দুস্তান টাইমস / বিবিসি

এম.কে
২১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

রুয়ান্ডা পরিকল্পনায় বিলম্ব, আইনজীবীদের দোষারোপ করলেন প্রীতি প্যাটেল

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত করবিনের, লেবার পার্টির জন্য নতুন চ্যালেঞ্জ

রাজ্যাভিষেকে এই প্রথম ধর্মের বৃত্ত ভাঙ্গলো রাজপরিবার