TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

এবার করোনার টিকা ছাড়া হজের অনুমতি দিবে না সৌদি

করোনাভাইরাসের টিকা না দেওয়া থাকলে এই বছরের হজের অনুমতি পাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সোমবার (০১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রীর স্বাক্ষরিত এক নোটিশের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির কারণে ২০২০ সালে সামান্য সংখ্যক মানুষকে হজের অনুমতি দেয় সৌদি আরব। এতে দেশটিতে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেওয়ার সুযোগ পান। এবারে বেশি সংখ্যক মানুষকে এই অনুমতি দেওয়া হবে বলে, তবে তাদের টিকা গ্রহণের তথ্য নিশ্চিত করতে হবে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, যারা হজে আসতে চাইবেন তাদের জন্য কোভিড-১৯ এর টিকা বাধ্যতামূলক হবে আর এটি হবে অন্যতম শর্ত।

 

প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। যুক্তরাজ্য থেকেও হাজার হাজার মানুষ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান প্রতি বছর। সৌদি সরকারের আয়ের অন্যতম বড় উৎসও এই হজ।

 

৩ মার্চ ২০২১
এনএইচ

আরো পড়ুন

ভারতে ১ দিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু

আপাতত ব্রিটেনের কৃষি ভিসায় বাংলাদেশিদের সুযোগ নেই

আর্কটিক স্ন্যাপের মুখোমুখি যুক্তরাজ্য, ঘর গরম রাখার সামর্থ্য নেই লাখো ব্রিটিশের