10.5 C
London
March 28, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসিলেট

রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ পুলিশের বিরুদ্ধে চার্জশিট

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৫ মে) পুলিশের এসআই আকবরসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।

গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে কাষ্টঘর এলাকা থেকে ধরে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রায়হান হত্যার পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেফতর করেছে পুলিশ।

 

৫ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

দক্ষিণ সুরমায় ছেলেসহ নর্থ ইস্ট হাসপাতালের রেজিস্ট্রারের মৃত্যু

তুরস্ক সরকার পতিত হচ্ছে অর্থনৈতিক দৈন্যতায়