1. robin.nasif@live.com : নিউজ ডেস্ক :
  2. farjulcreative@gmail.com : নিউজ ডেস্ক : Farjul Islam
  3. mh2mukul@gmail.com : নিউজ ডেস্ক : M Moinul Hossain
  4. nh.tiash@gmail.com : Nawshad Tiash : Nawshad Tiash
করোনা আক্রান্ত বিল গেটস TV3 BANGLA
শনিবার, ২১ মে ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫৮

বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

 

বিল গেটস জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা খুব গুরুতর নয়। মৃদু উপসর্গ রয়েছে।

 

জানা যায়, মঙ্গলবার বিল গেটসের করোনা শনাক্ত হয়। সুস্থ না হওয়া পর্যন্ত সেল্ফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

 

আরেক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি সৌভাগ্যবান যে টিকা নিয়েছি এবং বুস্টার ডোজও নিয়েছি। তার পরেও পরীক্ষা করিয়েছি এবং চিকিৎসাসেবা নিচ্ছি।

 

করোনাভাইরাসের টিকা এবং পরীক্ষা-নিরীক্ষা ও চমৎকার চিকিৎসাসেবা পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন বলেও জানান বিল গেটস।

 

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার সময় বিল গেটস মহামারি প্রশমনের ব্যবস্থার সোচ্চার প্রবক্তা ছিলেন। বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য টিকা এবং ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে তিনি আলোচনায় ছিলেন।

 

১২ মে ২০২২

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

Leave a Reply

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…

আর্কাইভ