TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

কানাডায় বন্দুকধারীর গুলিতে আহত ৪ বাংলাদেশি

কানাডার টরেন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। তারা হলেন- আনাই মিয়া, মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া। এদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

 

সময় সংবাদের খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ) রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এই গুলির ঘটনা ঘটে।

 

টরেন্টো পুলিশ জানায়, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুজন সন্দেহভাজনকে খুঁজছে তারা। সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

 

৪ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ইউরোপের সব দেশকে অভিবাসীদের ভার বহনের আহ্বান ইতালির

অনলাইন ডেস্ক

No Human is Illegal | March 9

যুক্তরাজ্যে শিক্ষকদের কাজের চাপ কমাতে গঠিত হয়েছে নতুন টাস্কফোর্স