TV3 BANGLA
বাংলাদেশ

কারাগার থেকে আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছেঃ পলক

কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের কাছে এ অভিযোগ করেন তিনি। তবে তার এ অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন।

আইনজীবীর উদ্দেশ্যে পলক বলেন, ‘আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।’

সোমবার (২১ এপ্রিল) বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহ্‌মেদ পলক, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, একজন বন্দিকে যদি কারাগার থেকে কোনো কাপড়চোপড় বাইরে নিয়ে যেতে হয়, সে ক্ষেত্রে কারাগারে সেই কাপড়চোপড় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে কারারক্ষীরা তার স্বজনদের কাছে কাপড় হস্তান্তর করেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, পলকের আইনজীবীর তথ্য সঠিক নয়।

এম.কে
২১ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

পানি বণ্টন চুক্তি নিয়েও ভারত–বাংলাদেশ কাজ করবেঃ ড. ইউনূস

‘কমপ্লিট শাটডাউনে’ সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের জেরে আওয়ামীলীগের নেতার বাসা ভাংচুর