3.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

কিউএস র‍্যাংকিং: সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের তিনটি

কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‍্যাংকিংয়ে পৃথিবীর শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এক হাজারের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের তিন বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অবস্থানগত দিক বিবেচনায় ৬৯১ থেকে ৭০০তম অবস্থানে রয়েছে ঢাবি। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এটির অবস্থান ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে। এক হাজার শীর্ষ বিশ্ব বিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একমাত্র বেসরকারি বিশ্ব বিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই বিশ্ব বিদ্যালয়টি ৮৫১ থেকে ৯০০তম অবস্থানে আছে।

র‍্যাংকিং অনুযায়ী, বিশ্বের সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো- এমআইটি, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

শীর্ষস্থানীয় এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ৪৫টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আইআইটি বোম্বে, এর অবস্থান ১৪৯।

এম.কে
১৪ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

মেরিটাইম শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক স্বীকৃতি দিলো বাংলাদেশ ও যুক্তরাজ্য

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক

মসজিদের এসি বিস্ফোরণ, বার্ন ইউনিটে ৩৭, এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক