11.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
আরো

কোকা-কোলার পরিবর্তে উৎপাদন হচ্ছে প্যালেস্টাইন কোলা

গত অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সুইডেনের মালমো শহরে ‘প্যালেস্টাইন কোলা’ নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেছেন দুই ফিলিস্তিনি ভাই। মূলত কোকা-কোলা ও পেপসির বিকল্প হিসেবে মানুষের সামনে এই কোমল পানীয় নিয়ে এসেছেন তারা।

সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানানো এমন বেশ কয়েকটি পেজ থেকে দুই ভাইয়ের প্যালেস্টাইন কোলা তৈরির ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই কোমল পানীয় তৈরি করছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।

সূত্রঃ মিডল ইস্ট মনিটর

এম.কে
১০ মার্চ ২০২৪

 

আরো পড়ুন

গোসল না করায় ডিভোর্স চাইলেন নারী

হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা!

পৃথিবীর প্রথম দেশ হিসেবে ল্যাবে তৈরি মাংস নিষিদ্ধ করল ইতালি